1. প্রশ্নঃ"বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী"- এই কবিতাংশটুকুর কবি কে?
ক)বেনজীর আহমেদ
খ)কাজী নজরুল ইসলাম
গ)জীবনানন্দ দাশ
ঘ)শামসুর রাহমান
1. প্রশ্নঃ'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
ক)কাজী নজরুল ইসলাম
খ)রবীন্দ্রনাথ ঠাকুর
গ)গোলাম মোস্তফা
ঘ)শেখ ফজলল করিম
1. প্রশ্নঃ''জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।''- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক)সওগাত
খ)মোহাম্মদী
গ)সমকাল
ঘ)শিখা
1. প্রশ্নঃবাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক-
ক)ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
খ)ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ)হরপ্রসাদ শাস্ত্রী
ঘ)ডক্টর সুকুমার সেন
1. প্রশ্নঃবাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক)এগারটি
খ)নয়টি
গ)দশটি
ঘ)আটটি
1. প্রশ্নঃ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক)অগ্নিবীণা
খ)বিষের বাঁশি
গ)দোলন চাঁপা
ঘ)বাঁধনহারা
1. প্রশ্নঃ'পদ' বলতে কি বোঝায়?
ক)কবিতা
খ)যে কোনো শব্দ
গ)প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ)বিভক্তিযুক্ত শব্দ
1. প্রশ্নঃ'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
ক)মুহাম্মদ শহীদুল্লাহ্
খ)মুহাম্মদ আবদুল হাই
গ)মুনীর চৌধুরী
ঘ)মোফাজ্জল হায়দার চৌধুরী
1. প্রশ্নঃবাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ-
ক)১০ বছর
খ)২০ বছর
গ)২৫ বছর
ঘ)৩০ বছর
1. প্রশ্নঃচাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক)চণ্ডীমঙ্গল
খ)মনসামঙ্গল
গ)ধর্মমঙ্গল
ঘ)অন্নদামঙ্গল
1. প্রশ্নঃ'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?
ক)সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ)সুকুমার সেন
গ)মুহম্মদ শহীদুল্লাহ
ঘ)মুহম্মদ এনামুল হক
1. প্রশ্নঃI don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
ক)to help
খ)help
গ)helping
ঘ)for helping
1. প্রশ্নঃবাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
ক)সুকুমার সেন
খ)দীনেশচন্দ্র সেন
গ)মুহম্মদ শহীদুল্লাহ
ঘ)অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
1. প্রশ্নঃBallad কি?
ক)লোকগীতি
খ)লোকগাথা
গ)গীতিকা
ঘ)গাথা
1. প্রশ্নঃকোনটি উপন্যাস?
ক)নতুন চাঁদ
খ)কন্যাকুমারী
গ)গড্ডলিকা
ঘ)নেমেসিস
1. প্রশ্নঃThe opposite of hate is ___
ক)enemy
খ)Fear
গ)love
ঘ)friendship
ঙ)Joy
1. প্রশ্নঃচর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
ক)বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ)আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ)নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ)সুদূর চীন দেশ থেকে
1. প্রশ্নঃEach sentence below has one or two blanks, each indicating something has been omitted. Beneath the sentence are five lettered words or sets of words. Choose the word or set of words for the blank that best fits the meaning of the sentence as a whole. (1 - 5) | | The paradoxical aspect of the myths about Demeter, when we consider the predominant image of her as a tranquil and serene goddess, is her ____ search for her daughter.
ক)extended
খ)agitated
গ)comprehensive
ঘ)motiveless
ঙ)heartless
1. প্রশ্নঃবাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক)১৩ টি
খ)১০ টি
গ)১২ টি
ঘ)১১ টি
1. প্রশ্নঃEach of the following questions has five answer choices. For each of these questions, select the best of the answer choices given. | | R is thinner than P.Q is heavier than S.S is heavier than T.P is thinner than S. Who is the thinnest?
ক)P
খ)Q
গ)R
ঘ)S
ঙ)T
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
1. প্রশ্নঃবাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক)২০০৭
খ)১৯০৭
গ)১৯০৯
ঘ)১৯১৬
1. প্রশ্নঃIf 1394 = ACID then 4516 =?
ক)DEAD
খ)DEAL
গ)DEAN
ঘ)DEAF
1. প্রশ্নঃবাংলা গদ্যের জনক কে?
ক)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ)উইলিয়াম কেরী
ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর
1. প্রশ্নঃজনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
ক)ভারত
খ)চীন
গ)রাশিয়া
ঘ)বাংলাদেশ
1. প্রশ্নঃডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক)ক্যাপাসিটর হিসেবে
খ)ট্রান্সফরমার হিসেবে
গ)রেজিস্টর হিসেবে
ঘ)রেক্টিফায়ার হিসেবে
1. প্রশ্নঃএকটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।
ক)প্রেসিডেন্ট
খ)প্রধানমন্ত্রী
গ)সার্বভৌমত্ব
ঘ)সংসদ
1. প্রশ্নঃকোনটি এন্টিবায়োটিক?
ক)ইনসুলিন
খ)পেপসিন
গ)পেনিসিলিন
ঘ)ইথিলিন
1. প্রশ্নঃ‘ল’ কততম ব্যঞ্জনবর্ণ?
ক)২৫
খ)২৭
গ)২৮
ঘ)৩০
1. প্রশ্নঃ'চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়?
ক)১৮০০
খ)১৮৫৭
গ)১৯০৭
ঘ)১৯০৯
1. প্রশ্নঃনিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? | ২, ৬, ১২, ৩৬, ৭২, .................
3. প্রশ্নঃঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
ক)মার্চেন্ট অব ভেনিস
খ)কমেডি অব এররস
গ)অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ)টেমিং অব দ্য শ্রু
3. প্রশ্নঃকাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
ক)কবিতা
খ)পত্রিকা
গ)উপন্যাস
ঘ)ছোটগল্প
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
3. প্রশ্নঃMy uncle arrived while I _____ the dinner.
ক)would cook
খ)had cooked
গ)cook
ঘ)was cooking
3. প্রশ্নঃকোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
ক)বিদ্রোহী
খ)আনন্দময়ীর আগমনে
গ)রক্তাম্বরধারিণী মা
ঘ)কোনটিই নয়
3. প্রশ্নঃড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
ক)বঙ্গভাষা ও সাহিত্য
খ)বাংলা সাহিত্যের কথা
গ)বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
ঘ)বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
3. প্রশ্নঃসাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
ক)মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
খ)মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
গ)শেখ আব্দুর রহিম
ঘ)ইসমাইল হোসেন সিরাজী
3. প্রশ্নঃQuiet is related to sound in the same way that darkness is related to -
ক)cellar
খ)sunlight
গ)noise
ঘ)stillness
ঙ)lound
3. প্রশ্নঃবিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক)নবদ্বীপের
খ)মিথিলার
গ)বৃন্দাবনের
ঘ)বর্ধমানের
3. প্রশ্নঃDuring the 1990 assessments of the families shifted remarkably, from general endorsement of it as a worthwhile, stable institution to widespread ___ it is an oppressive and bankrupt one whose ___ was both imminent and welcome.
ক)flight from - restitution
খ)fascination with - corruption
গ)rejection of - vogue
ঘ)censure of - dissolution
ঙ)relinquishment of - ascent
3. প্রশ্নঃ'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক)চলিত রীতি
খ)সাধু রীতি
গ)মিশ্র রীতি
ঘ)আঞ্চলিক রীতি
3. প্রশ্নঃAll the sparrows are birds. Some animals are not birds. Then, which one of the following choices right?
ক)Some animal are not sparrows
খ)All animals are birds
গ)All birds are sparrows
ঘ)None of the above is necessarily correct
ঙ).
3. প্রশ্নঃ'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
ক)প্যারীচাঁদ মিত্র
খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ)দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
3. প্রশ্নঃBangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal-
ক)B I M N P S
খ)P I B N S M
গ)N B I S P M
ঘ)B M I S P N
3. প্রশ্নঃ'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক)দোলনচাঁপা
খ)বিষের বাঁশী
গ)সাম্যবাদী
ঘ)অগ্নিবীণা
3. প্রশ্নঃবিশ্বের কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?
ক)ইন্দোনেশিয়া
খ)ভারত
গ)পূর্ব তিমুর
ঘ)নেপাল
3. প্রশ্নঃভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
ক)ঊষা
খ)গোধূলি
গ)গুরুবৃত্ত
ঘ)ছায়াবৃত্ত
3. প্রশ্নঃনিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি? | Sincerity traits courtesy character of desirable and are.
ক)R
খ)Y
গ)S
ঘ)E
3. প্রশ্নঃকোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক)তামা
খ)লোহা
গ)রূপা
ঘ)রাবার
3. প্রশ্নঃ'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
ক)nation
খ)withheld
গ)do is
ঘ)south
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
3. প্রশ্নঃমধ্যযুগের কবি নন কে?
ক)জয়নন্দী
খ)বড়ু চণ্ডীদাস
গ)গোবিন্দ দাস
ঘ)জ্ঞান দাস
3. প্রশ্নঃTRAIN = 98726 হয়, তবে TARIN = কত হবে?
ক)97862
খ)97826
গ)97682
ঘ)69782
3. প্রশ্নঃকোন বাক্যটি শুদ্ধ?
ক)দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ)দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ)দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ)দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
3. প্রশ্নঃনিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে? | অ, ই, উ, ঋ ?
ক)এ
খ)ঐ
গ)ও
ঘ)ঔ
3. প্রশ্নঃ'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক)জ + ঞ
খ)ঞ + গ
গ)ঞ + জ
ঘ)গ + ঞ
3. প্রশ্নঃচলন : চলিত : : চরিত্র : ?
ক)চারিত্র্য
খ)চারিত্রিক
গ)চরিত্র্য
ঘ)চরিত্রবান
3. প্রশ্নঃবাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
ক)বঙ্গভাষা ও সাহিত্য
খ)বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ)বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ)বাংলা সাহিত্যের কথা
3. প্রশ্নঃRuling : King : : Learning : _______;
ক)Book
খ)School
গ)Scholar
ঘ)Teacher
3. প্রশ্নঃবাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক)৭টি
খ)৮টি
গ)৬টি
ঘ)১১টি
3. প্রশ্নঃবাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
ক)২৯ ও ৮ টি
খ)২৭ ও ৭ টি
গ)২৯ ও ৭ টি
ঘ)২৮ ও ৭ টি
3. প্রশ্নঃমীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
ক)গাজী মিঁয়ার বস্তানী
খ)আলালের ঘরের দুলাল
গ)হুতোম প্যাঁচার নকশা
ঘ)কলিকাতা কমলালয়
3. প্রশ্নঃমীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
ক)গাজী মিঁয়ার বস্তানী
খ)আলালের ঘরের দুলাল
গ)হুতোম প্যাঁচার নকশা
ঘ)কলিকাতা কমলালয়
3. প্রশ্নঃবাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক)কারক
খ)লিখিত
গ)বেদনা
ঘ)খেলনা
3. প্রশ্নঃWhich word is different from others?
ক)Media
খ)Newspaper
গ)Private TV channel
ঘ)Radio
3. প্রশ্নঃ“ডিঙি টেনে বের করতে হবে”। - কোন ধরনের বাক্যের উদাহরণ?
ক)কর্মবাচ্য
খ)ভাববাচ্য
গ)যৌগিক
ঘ)কর্মকর্তৃবাচ্য
3. প্রশ্নঃকোনটি শুদ্ধ বানান?
ক)স্বায়ত্বশাসন
খ)স্মায়ত্বশাসন
গ)শ্বায়ত্তশাসন
ঘ)স্বায়ত্তশাসন
3. প্রশ্নঃ‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
ক)বিজ্ঞাপন
খ)বিজ্ঞপ্তি
গ)বিজ্ঞপ্তি ফলক
ঘ)প্রজ্ঞাপন
3. প্রশ্নঃ‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
ক)বিজ্ঞাপন
খ)বিজ্ঞপ্তি
গ)বিজ্ঞপ্তি ফলক
ঘ)প্রজ্ঞাপন
3. প্রশ্নঃ'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
ক)তাতে সমাজজীবন চলে।
খ)তাতে না সমাজজীবন চলে।
গ)তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ঘ)তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
3. প্রশ্নঃকোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
ক)রকাপ্তিপ্রাস্বী
খ)রযোসহাতাগী
গ)পুরীথ্যনির
ঘ)রণীস্মআবাম
3. প্রশ্নঃনিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
ক)বহ্নি
খ)আবীর
গ)বায়ুসখা
ঘ)বৈশ্বানর
3. প্রশ্নঃনিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়?
ক)address
খ)current
গ)band
ঘ)sky
3. প্রশ্নঃশুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক)শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ)শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ)শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ)শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
3. প্রশ্নঃনিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়? | EX (............) ACLE