Job Solution

Showing 200 results of 8,900
Showing 200 of 8,900

Filter

1. প্রশ্নঃ 'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-
ক) পর্তুগিজ ভাষা হতে
খ) আরবি ভাষা হতে
গ) দেশী ভাষা হতে
ঘ) ওলন্দাজ ভাষা হতে
1. প্রশ্নঃ 'বৈরাগ্য সাধনে - সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।
ক) আনন্দ
খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস
1. প্রশ্নঃ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
ক) বিভক্তি
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) কৃৎ
1. প্রশ্নঃ বর্তমানে (আগস্ট, ২০২৪) জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি -
ক) টোকিও
খ) নিউইয়র্ক
গ) তেহরান
ঘ) হংকং
1. প্রশ্নঃ "বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী"- এই কবিতাংশটুকুর কবি কে?
ক) বেনজীর আহমেদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) শামসুর রাহমান
1. প্রশ্নঃ 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) গোলাম মোস্তফা
ঘ) শেখ ফজলল করিম
1. প্রশ্নঃ ''জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।''- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
ক) সওগাত
খ) মোহাম্মদী
গ) সমকাল
ঘ) শিখা
1. প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' -এর আবিষ্কারক-
ক) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
খ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) ডক্টর সুকুমার সেন
1. প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক) এগারটি
খ) নয়টি
গ) দশটি
ঘ) আটটি
1. প্রশ্নঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলন চাঁপা
ঘ) বাঁধনহারা
1. প্রশ্নঃ 'পদ' বলতে কি বোঝায়?
ক) কবিতা
খ) যে কোনো শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ
1. প্রশ্নঃ 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
ক) মুহাম্মদ শহীদুল্লাহ্‌
খ) মুহাম্মদ আবদুল হাই
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
1. প্রশ্নঃ বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ-
ক) ১০ বছর
খ) ২০ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০ বছর
1. প্রশ্নঃ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক) চণ্ডীমঙ্গল
খ) মনসামঙ্গল
গ) ধর্মমঙ্গল
ঘ) অন্নদামঙ্গল
1. প্রশ্নঃ 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) সুকুমার সেন
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহম্মদ এনামুল হক
1. প্রশ্নঃ I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
ক) to help
খ) help
গ) helping
ঘ) for helping
1. প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
ক) সুকুমার সেন
খ) দীনেশচন্দ্র সেন
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
1. প্রশ্নঃ Ballad কি?
ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা
1. প্রশ্নঃ কোনটি উপন্যাস?
ক) নতুন চাঁদ
খ) কন্যাকুমারী
গ) গড্ডলিকা
ঘ) নেমেসিস
1. প্রশ্নঃ The opposite of hate is ___
ক) enemy
খ) Fear
গ) love
ঘ) friendship
ঙ) Joy
1. প্রশ্নঃ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
ক) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ) আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ) সুদূর চীন দেশ থেকে
1. প্রশ্নঃ Each sentence below has one or two blanks, each indicating something has been omitted. Beneath the sentence are five lettered words or sets of words. Choose the word or set of words for the blank that best fits the meaning of the sentence as a whole. (1 - 5) | | The paradoxical aspect of the myths about Demeter, when we consider the predominant image of her as a tranquil and serene goddess, is her ____ search for her daughter.
ক) extended
খ) agitated
গ) comprehensive
ঘ) motiveless
ঙ) heartless
1. প্রশ্নঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক) ১৩ টি
খ) ১০ টি
গ) ১২ টি
ঘ) ১১ টি
1. প্রশ্নঃ Each of the following questions has five answer choices. For each of these questions, select the best of the answer choices given. | | R is thinner than P.Q is heavier than S.S is heavier than T.P is thinner than S. Who is the thinnest?
ক) P
খ) Q
গ) R
ঘ) S
ঙ) T
1. প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক) ২০০৭
খ) ১৯০৭
গ) ১৯০৯
ঘ) ১৯১৬
1. প্রশ্নঃ If 1394 = ACID then 4516 =?
ক) DEAD
খ) DEAL
গ) DEAN
ঘ) DEAF
1. প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
1. প্রশ্নঃ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
ক) ভারত
খ) চীন
গ) রাশিয়া
ঘ) বাংলাদেশ
1. প্রশ্নঃ ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক) ক্যাপাসিটর হিসেবে
খ) ট্রান্সফরমার হিসেবে
গ) রেজিস্টর হিসেবে
ঘ) রেক্টিফায়ার হিসেবে
1. প্রশ্নঃ একটি রাষ্ট্রের _____ থাকতেই হবে।
ক) প্রেসিডেন্ট
খ) প্রধানমন্ত্রী
গ) সার্বভৌমত্ব
ঘ) সংসদ
1. প্রশ্নঃ কোনটি এন্টিবায়োটিক?
ক) ইনসুলিন
খ) পেপসিন
গ) পেনিসিলিন
ঘ) ইথিলিন
1. প্রশ্নঃ ‘ল’ কততম ব্যঞ্জনবর্ণ?
ক) ২৫
খ) ২৭
গ) ২৮
ঘ) ৩০
1. প্রশ্নঃ 'চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৮০০
খ) ১৮৫৭
গ) ১৯০৭
ঘ) ১৯০৯
1. প্রশ্নঃ নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? | ২, ৬, ১২, ৩৬, ৭২, .................
ক) ২১৪
খ) ২১৬
গ) ১৪৪
ঘ) ১৪৬
1. প্রশ্নঃ পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার। -বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ) দুটোই অশুদ্ধ
ঘ) দুটোই শুদ্ধ
1. প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক) ইন্দ্রীয়
খ) ঈন্দ্রিয়
গ) ইন্দ্রিয়
ঘ) ঈন্দ্রীয়
1. প্রশ্নঃ 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক) ব + ন্ + ধ + ন্
খ) বন্ + ধন্
গ) ব + ন্ধ + ন
ঘ) বান্ + ধন্
1. প্রশ্নঃ ‘অনুশাসন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অনুশীলন
খ) আদেশ
গ) অনুসরণ
ঘ) অনুরূপ
1. প্রশ্নঃ কোনটি বাগধারা বোঝায়?
ক) চৈত্র সংক্রান্তি
খ) পৌষ সংক্রান্তি
গ) শিরে সংক্রান্তি
ঘ) শিব-সংক্রান্তি
1. প্রশ্নঃ Man did not know that the earth moves round the sun until it was _________.
ক) discovered
খ) hypothesiged
গ) experimented
ঘ) invented
1. প্রশ্নঃ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক) শূণ্য
খ) ত্রিভুজ
গ) পূন্য
ঘ) ভূবন
1. প্রশ্নঃ জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রয়ারিকে স্বীকৃতি দেয়?
ক) UNICEF
খ) ILO
গ) UNHCR
ঘ) UNESCO
1. প্রশ্নঃ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
ক) উপনেতা
খ) উপভোগ
গ) উপগ্রহ
ঘ) উপসাগর
1. প্রশ্নঃ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
ক) উপনেতা
খ) উপভোগ
গ) উপগ্রহ
ঘ) উপসাগর
1. প্রশ্নঃ দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
ক) তৃতীয়া বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) দ্বিতীয়া বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি
1. প্রশ্নঃ বিভা : কিরণ :: সুবলিত : ?
ক) সুবিদিত
খ) সুবিনীত
গ) সুগঠিত
ঘ) বিধিত
1. প্রশ্নঃ বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’
গ) কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’
1. প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কী?
ক) মিথ্যাচার
খ) অস্বীকার
গ) প্রলাপ
ঘ) সংলাপ
1. প্রশ্নঃ অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পার্বত্য
খ) সমতল
গ) ধিত্যকা
ঘ) উপত্যকা
1. প্রশ্নঃ অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পার্বত্য
খ) সমতল
গ) ধিত্যকা
ঘ) উপত্যকা
1. প্রশ্নঃ কোনটি নামধাতুর উদাহরণ?
ক) চল্
খ) কর্
গ) বেতা
ঘ) পড়ু
1. প্রশ্নঃ কোন শব্দটি ভিন্ন?
ক) পারাবার
খ) অর্ণব
গ) বারিধি
ঘ) তটিনী
1. প্রশ্নঃ 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
ক) সৈয়দ মুজতবা আলী
খ) কাজী আবদুল ওদুদ
গ) নজিবর রহমান
ঘ) রোকেয়া সাখাওয়াৎ হোসেন
1. প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক) পুরস্কার
খ) পূরস্কার
গ) পুরষ্কার
ঘ) পূরষ্কার
1. প্রশ্নঃ 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্‌ধ্বনি
1. প্রশ্নঃ নিচের কোন শব্দটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
ক) নীলদর্পন
খ) রক্তাক্ত প্রান্তর
গ) বহিপির
ঘ) বিলেতে সাড়ে সাতশ দিন
1. প্রশ্নঃ পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
ক) মৌর্য
খ) পাল
গ) গুপ্ত
ঘ) চন্দ্র
1. প্রশ্নঃ ’লুই ভণই গুরু পুছিঅ জান।’- এখানে ’ভণই’ শব্দের অর্থ কী?
ক) বলে
খ) ভাবে
গ) চায়
ঘ) দেখে
1. প্রশ্নঃ 'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?
ক) বগুড়া
খ) সিলেট
গ) নদীয়া
ঘ) চট্টগ্রাম
1. প্রশ্নঃ 'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?
ক) বগুড়া
খ) সিলেট
গ) নদীয়া
ঘ) চট্টগ্রাম
1. প্রশ্নঃ 'প্রজাপতি রাজা' হিসেবে পরিচিত ছিলেন-
ক) পঞ্চদশ লুই
খ) ষোড়শ লুই
গ) ত্রয়োদশ লুই
ঘ) চতুর্দশ লুই
1. প্রশ্নঃ হজরত আবু বকর (রাঃ)- রিদ্দার যুদ্ধ পরিচালনার জন্য মুসলিম বাহিনীকে কতটি দলে বিভক্ত করেন?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১১টি
ঘ) ১৫টি
1. প্রশ্নঃ Cauchy residue theorem এর factor কি?
ক)
খ) π
গ) 2πi
ঘ) i
1. প্রশ্নঃ 'পরিবার থেকেই শিক্ষার শুরু'-এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই'-এর ব্যাকরণিক পরিচয় কী?
ক) উপসর্গ
খ) প্রত্যয়
গ) ধাতু
ঘ) বলক
1. প্রশ্নঃ The firewall works at the ______ layer of  OSI model.
ক) Network
খ) Physical
গ)  Data link
ঘ)  Presentation
1. প্রশ্নঃ 'Sublimation' কি?
ক) পানির প্রবাহ
খ) বাস্পীভবন প্রক্রিয়া
গ) ঘনীভবন প্রক্রিয়া
ঘ) বায়ুপ্রবাহ
1. প্রশ্নঃ ব্রেইনস্টর্মিং শিক্ষা পদ্ধতিটি কীসের জন্য ব্যবহৃত হয়?
ক) শুধু প্রশ্নের উত্তর মুখস্ত করানো
খ) শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নতুন ধারণা তৈরী করা
গ) শুধু একটি নির্দিষ্ট  সমস্যার সমাধান করা
ঘ) ক্লাসের নীরবতা বজায় রাখা
1. প্রশ্নঃ NASW এর পূর্ণরূপ হলো-
ক) National Association of Social Workers
খ) New Association for Social Work
গ) National Association for Socioty and Wolfaro
ঘ) Now Association for Society and Welfare
1. প্রশ্নঃ পাহাড়পুর বৌদ্ধবিহার কে নির্মান করেন?
ক) গোপাল
খ) ধর্মপাল
গ) লক্ষণ সেন
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
1. প্রশ্নঃ Sella turcica lies above the:
ক) Frontal sinus
খ) Pons
গ) Foramen ovale
ঘ) Sphenoidal sinus
1. প্রশ্নঃ "ব্রহ্মসত্য জগৎ মিথ্যা" এই শিক্ষা কোন দর্শনে উল্লেখ আছে?
ক)  জৈন দর্শনে
খ) ভারতীয় দর্শনে
গ) বৌদ্ধদর্শনে
ঘ) চার্বাক দর্শনে
1. প্রশ্নঃ FRC-র পূর্ণরূপ কি?
ক) Cooperation for Financial Reports
খ) Financial Regulations for Compliance
গ) Financial Reporting Council
ঘ) Foreign Research Centre
2. প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক) মূমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমূর্ষ
ঘ) মুমূর্ষ
2. প্রশ্নঃ সমাস ভাষাকে -
ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুন্ন করে
ঘ) অর্থবোধক করে
2. প্রশ্নঃ 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মধুসূদন দত্ত
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
2. প্রশ্নঃ উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা -
ক) আইবিএম
খ) জেনারেল মটরস
গ) রয়াল ডাচ/শেল
ঘ) ইক্সন (Ecxon)
2. প্রশ্নঃ বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রাজশেখর বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বিহারীলাল চক্রবর্তী
2. প্রশ্নঃ Wisdom শব্দের বাংলা অর্থ-
ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা
2. প্রশ্নঃ ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
ক) শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
খ) শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
গ) দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
ঘ) দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক
2. প্রশ্নঃ হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
ক) দৌলত উজীর বাহরাম খান
খ) সৈয়দ সুলতান
গ) আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঘ) আলাওল
2. প্রশ্নঃ 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন ধরনের বাক্য?
ক) যৌগিক বাক্য
খ) সাধারণ বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য
2. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো‒
ক) পরশুরাম
খ) নীললোহিত
গ) ভানুসিংহ ঠাকুর
ঘ) গাজী মিয়া
2. প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক) শুশ্রুষা
খ) সুশ্রুষা
গ) শুশ্রূষা
ঘ) সুশ্রুসা
2. প্রশ্নঃ 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
2. প্রশ্নঃ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক) পাট
খ) তৈরি পোশাক
গ) চা
ঘ) মাছ
2. প্রশ্নঃ 'ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক) দৌলত উজির বাহরাম খান
খ) মাগন ঠাকুর
গ) আলাওল
ঘ) শাহ্ মুহম্মদ সগীর
2. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
ক) শেষের কবিতা
খ) বলাকা
গ) ডাকঘর
ঘ) কালান্তর
2. প্রশ্নঃ I decided to go ____ with my friend as I needed some exercise.
ক) to a walk
খ) for a walk
গ) for a walking
ঘ) walk
2. প্রশ্নঃ 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্রমথ চৌধুরী
2. প্রশ্নঃ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?
ক) মালিক জয়সী
খ) ফেরদৌসী
গ) সৈয়দ হামজা
ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
2. প্রশ্নঃ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক) আলাওল
খ) কোরেশী মগন
গ) দৌলত কাজী
ঘ) সৈয়দ সুলতান
2. প্রশ্নঃ A bird does not always have ___
ক) wing
খ) eye
গ) bill
ঘ) nest
2. প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
ক) বিজয়গুপ্ত
খ) ভারতচন্দ্র রায়গুণাকর
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) কানাহরি দত্ত
2. প্রশ্নঃ Since she believed him to be both candid and trustworthy, she refused to consider the possibility that his statement had been __.
ক) irrelevant
খ) facetious
গ) mistaken
ঘ) critical
ঙ) insincere
2. প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক) কাহ্নপা
খ) চেণ্ডনপা
গ) লুইপা
ঘ) ভূসুকুপা
2. প্রশ্নঃ Rahim is more emotional than Shihab. Sumi is more rational than Rahim. Shihab is more rational than Sumi. Who is the most rational?
ক) Rahim
খ) Shihab
গ) Sumi
ঘ) এই প্রশ্নে তিনটি অপশন ছিলো।
2. প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
ক) বীরবল
খ) ভিমরুল
গ) অনিলা দেবী
ঘ) দেবদাস
2. প্রশ্নঃ নিম্নের ধারাটি (Series) পূর্ণ করতে শূন্য স্থানে কোন্ সংখ্যাটি বসবে? | 2, 6, 12, 36, 72, ...............
ক) 216
খ) 214
গ) 146
ঘ) 144
2. প্রশ্নঃ 'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) আনন্দমোহন বাগচী
2. প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কোন সালে জয়লাভ করে?
ক) ১৯৯৮
খ) ১৯৯৯
গ) ১৯৮২
ঘ) ২০১১
2. প্রশ্নঃ বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
ক) ৫০ হার্জ
খ) ২২০ হার্জ
গ) ২০০ হার্জ
ঘ) ১০০ হার্জ
2. প্রশ্নঃ ২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক)
খ)
গ)
ঘ)
2. প্রশ্নঃ জন্ডিসে আক্রান্ত হয়-
ক) যকৃত
খ) কিডনি
গ) পাকস্থলী
ঘ) হৃৎপিণ্ড
2. প্রশ্নঃ ০.০৪ × ০.০০৫ × ০.৩ = ?
ক) ০.০০০০৬
খ) ০.০০৬০০
গ) ০.৫০৬
ঘ) ০.০৬০
2. প্রশ্নঃ বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে, ____ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
ক) ৪৫০-৬৫০
খ) ৬৫০-৮৫০
গ) ৬৫০-১২০০
ঘ) ৬৫০-১২৫০
2. প্রশ্নঃ নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? | width=296
ক) ১টি
খ) ৩টি
গ) ৫টি
ঘ) ৭টি
2. প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মনীষী
খ) মনিষি
গ) মনীষি
ঘ) মনিষী
2. প্রশ্নঃ নিচের কোন শব্দটি ‘কপাল’ -এর সমার্থক?
ক) কপোল
খ) ললাট
গ) মস্তক
ঘ) কাপালিক
2. প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক) ৭টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ৮টি
2. প্রশ্নঃ ‘পল্লব গ্রাহিতা’ শব্দের অর্থ হল -
ক) পাতা ভাসানো
খ) পাতা কুড়ানো
গ) ভাসা ভাসা জ্ঞান
ঘ) বৃক্ষ
2. প্রশ্নঃ কোনটি মৌলিক শব্দ?
ক) মানব
খ) গোলাপ
গ) একাঙ্ক
ঘ) ধাতব
2. প্রশ্নঃ It is impossible for a family without _____
ক) house
খ) food
গ) education
ঘ) members
2. প্রশ্নঃ কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক) জবাবদিহি
খ) মিথস্ক্রিয়া
গ) অধীনস্থ
ঘ) গৌরবিত
2. প্রশ্নঃ কোনটি ভিন্নধর্মী?
ক) Aluminium
খ) Iron
গ) Copper
ঘ) Mercury
2. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
ক) বৈকুণ্ঠের খাতা
খ) জামাই বারিক
গ) বিবাহ-বিভ্রাট
ঘ) হিতে বিপরীত
2. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
ক) বৈকুণ্ঠের খাতা
খ) জামাই বারিক
গ) বিবাহ-বিভ্রাট
ঘ) হিতে বিপরীত
2. প্রশ্নঃ 'অভিরাম' শব্দের অর্থ কী?
ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
2. প্রশ্নঃ সাফল্য : উৎসাহ :: ব্যর্থতা : ?
ক) ঘুরে দাঁড়ান
খ) হতাশা
গ) তীব্রতা
ঘ) অলসতা
2. প্রশ্নঃ জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
ক) গঙ্গা
খ) পুতুলনাচের ইতিকথা
গ) হাঁসুলী বাঁকের উপকথা
ঘ) গৃহদাহ
2. প্রশ্নঃ স্বাধীন : নির্ভয় : সংশয় : ?
ক) বিস্ময়
খ) ভয়
গ) দ্বিধা
ঘ) প্রত্যয়
2. প্রশ্নঃ কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
ক) কৃ্ষ্ + তি
খ) কৃষ্ + টি
গ) কৃ + ইষ্টি
ঘ) কৃষ্ + ইষ্টি
2. প্রশ্নঃ কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
ক) কৃ্ষ্ + তি
খ) কৃষ্ + টি
গ) কৃ + ইষ্টি
ঘ) কৃষ্ + ইষ্টি
2. প্রশ্নঃ ‘গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারায় ‘গড্ডল' শব্দের অর্থ কী?
ক) স্রোত
খ) ভেড়া
গ) একত্র
ঘ) ভাসা
2. প্রশ্নঃ নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
ক) কৌতূহল, খ্যাতনামা, ক্ষীয়মাণ, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
খ) কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
গ) কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিজ্ঞাস্য, জিগমিষা, জিঞ্জির
ঘ) কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিঞ্জির, জিজ্ঞাস্য
2. প্রশ্নঃ ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?
ক) রতন
খ) কবাট
গ) পিচাশ
ঘ) মুলুক
2. প্রশ্নঃ কোনটি সঠিক?
ক) ভদ্রতাচিত
খ) ভদ্রোচিত
গ) ভদ্রাচিত
ঘ) ভদ্রতচিত
2. প্রশ্নঃ স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
2. প্রশ্নঃ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী বসবে? |
ক)
খ)
গ)
ঘ)
2. প্রশ্নঃ মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
ক) মোহাম্মদ সোলায়মান
খ) আব্দুল খালেক
গ) মাহবুব উদ্দিন আহমেদ
ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী
2. প্রশ্নঃ ’শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অংশ নয় কোনটি?
ক) নৌকা খণ্ড
খ) হার খণ্ড
গ) রাধা বিরহ
ঘ) প্রণয় খণ্ড
2. প্রশ্নঃ 'তিনি কথা বললেন না।'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
ক) তিনি কথা বলতে চাইলেন না।
খ) তিনি কথা না বলে থাকতে পারলেন না।
গ) তিনি নীরব থাকতে চেষ্টা করলেন।
ঘ) তিনি চুপ করে থাকলেন।
2. প্রশ্নঃ 'তিনি কথা বললেন না।'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
ক) তিনি কথা বলতে চাইলেন না।
খ) তিনি কথা না বলে থাকতে পারলেন না।
গ) তিনি নীরব থাকতে চেষ্টা করলেন।
ঘ) তিনি চুপ করে থাকলেন।
2. প্রশ্নঃ পান্ডুয়ার (ফিরোজাবাদ) সন্নিকটে আদিনার বিখ্যাত মসজিদ কোন্ সুলতানের শাসনামলে নির্মিত হয়?
ক) শামস উদ্দীন ইলিয়াস শাহ্
খ) সিকান্দার শাহ্
গ) আলাউদ্দিন হুসেন শাহ্
ঘ) গিয়াস উদ্দিন আযম শাহ্
2. প্রশ্নঃ ইয়াজিদের মনোনয়ন সম্পর্কে কে রাজনৈতিক কবিতা রচনা করেছিলেন?
ক) ওমর ইবনে আবী রাবীয়াহ
খ) লাবীদ ইবনে রাবীয়াহ
গ) হাসসান ইবনে ছাবিত
ঘ) মিসকিন আল্ দারিমি
2. প্রশ্নঃ গুণোত্তর ধারা (GP) S = a/(1 - r) হবে যদি
ক) । r। > 1
খ) । r। < 1
গ) । r । = 1
ঘ) r = 0
2. প্রশ্নঃ আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?
ক)
খ)
গ)
ঘ)
2. প্রশ্নঃ _______complement method is predominantly used to represent negative numbers in computer systems.
ক) 1's
খ)  2's
গ) 9's
ঘ) 10's
2. প্রশ্নঃ PH দ্বারা কি পরিমাপ করা হয়?
ক) অক্সিজেনের পরিমান
খ) হাইড্রোজেন আয়নের পরিমান
গ) পানির পরিমান
ঘ) কার্বনডাই অক্সাইডের পরিমান
2. প্রশ্নঃ শিক্ষাক্রমের মূল উপাদানগুলো কী?
ক) লক্ষ্য, উদ্দেশ্য,পদ্ধতি, মূল্যায়ন
খ) লক্ষ্য, বিষয়বস্তু, পদ্ধতি, কলাকৌশল
গ) উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি, মূল্যায়ন
ঘ) উদ্দেশ্য, শিখনফল, বিষয়বস্তু, মূল্যায়ন
2. প্রশ্নঃ বারডেমের (BIRDEM) প্রতিষ্ঠাতা হলেন-
ক) অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম
খ) অধ্যাপক ড. মুসা
গ) অধ্যাপক ড. আজগর
ঘ)  অধ্যাপক ড. আহসান উল্লাহ্
2. প্রশ্নঃ শাস্তি বা পুরষ্কারের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রনের কথা কে বলেছেন?
ক)  হেইজ
খ)  লুমাল
গ)  বার্নাড
ঘ)  ক্রসবি
2. প্রশ্নঃ In complete denture prosthesis, border moulding is done by:
ক) Green stick compound
খ) Modelling wax
গ) Silicon elastomer
ঘ) Utility wax
2. প্রশ্নঃ ছন্দ বিন্যাসে কয়টি 'গন' আছে'?
ক) আটটি
খ) দশটি
গ) বারটি
ঘ) চৌদ্দটি
2. প্রশ্নঃ Capital Gearing অনুপাত কি ধরনের অনুপাত?
ক) তারল্য
খ) মুনাফা অর্জন ক্ষমতা
গ) দক্ষতা
ঘ) স্বচ্ছলতা
3. প্রশ্নঃ গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
ক) শব পোড়া
খ) মড়া দাহ
গ) শবদাহ
ঘ) শবমড়া
3. প্রশ্নঃ 'সূর্য'-এর প্রতিশব্দ-
ক) সুধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য
3. প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
ক) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ) বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ) বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
3. প্রশ্নঃ ২০২৪ সালে আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
ক) দক্ষিণ কোরিয়া
খ) সুইজারল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) হংকং
3. প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক) জগৎ মোহিনী
খ) বসন্তকুমারী
গ) আয়না
ঘ) মোহনী প্রেমপাস
3. প্রশ্নঃ যে ভূমিতে ফসল জন্মায় না-
ক) পতিত
খ) অনুর্বব
গ) ঊষর
ঘ) বন্ধ্যা
3. প্রশ্নঃ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
ক) বরিশাল জেলা
খ) ফরিদপুর জেলা
গ) ঢাকা জেলা
ঘ) রাজশাহী জেলা
3. প্রশ্নঃ 'তত্ত্ববোধিনী পত্রিকা' প্রথম প্রকাশিত হয়-
ক) ১৮৪১ সালে
খ) ১৮৪২ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৪৩ সালে
3. প্রশ্নঃ 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কী?
ক) আশার কথা
খ) সৌভাগ্যের বিষয়
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়
3. প্রশ্নঃ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস‒
ক) ১৪ ডিসেম্বর
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ডিসেম্বর
ঘ) ২৩ ডিসেম্বর
3. প্রশ্নঃ ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?
ক) অহংকারী
খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদুষ্ট
3. প্রশ্নঃ 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
3. প্রশ্নঃ কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
ক) মোহাম্মদ আইয়ুব খান
খ) আখতার হামিদ খান
গ) আবদুল হামিদ খান ভাসানী
ঘ) এ কে ফজলুল হক
3. প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
ক) মার্চেন্ট অব ভেনিস
খ) কমেডি অব এররস
গ) অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ) টেমিং অব দ্য শ্রু
3. প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
ক) কবিতা
খ) পত্রিকা
গ) উপন্যাস
ঘ) ছোটগল্প
3. প্রশ্নঃ My uncle arrived while I _____ the dinner.
ক) would cook
খ) had cooked
গ) cook
ঘ) was cooking
3. প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
ক) বিদ্রোহী
খ) আনন্দময়ীর আগমনে
গ) রক্তাম্বরধারিণী মা
ঘ) কোনটিই নয়
3. প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাংলা সাহিত্যের কথা
গ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
ঘ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
3. প্রশ্নঃ সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
ক) মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
খ) মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
গ) শেখ আব্দুর রহিম
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
3. প্রশ্নঃ Quiet is related to sound in the same way that darkness is related to -
ক) cellar
খ) sunlight
গ) noise
ঘ) stillness
ঙ) lound
3. প্রশ্নঃ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক) নবদ্বীপের
খ) মিথিলার
গ) বৃন্দাবনের
ঘ) বর্ধমানের
3. প্রশ্নঃ During the 1990 assessments of the families shifted remarkably, from general endorsement of it as a worthwhile, stable institution to widespread ___ it is an oppressive and bankrupt one whose ___ was both imminent and welcome.
ক) flight from - restitution
খ) fascination with - corruption
গ) rejection of - vogue
ঘ) censure of - dissolution
ঙ) relinquishment of - ascent
3. প্রশ্নঃ 'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক) চলিত রীতি
খ) সাধু রীতি
গ) মিশ্র রীতি
ঘ) আঞ্চলিক রীতি
3. প্রশ্নঃ All the sparrows are birds. Some animals are not birds. Then, which one of the following choices right?
ক) Some animal are not sparrows
খ) All animals are birds
গ) All birds are sparrows
ঘ) None of the above is necessarily correct
ঙ) .
3. প্রশ্নঃ 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
3. প্রশ্নঃ Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal-
ক) B I M N P S
খ) P I B N S M
গ) N B I S P M
ঘ) B M I S P N
3. প্রশ্নঃ 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক) দোলনচাঁপা
খ) বিষের বাঁশী
গ) সাম্যবাদী
ঘ) অগ্নিবীণা
3. প্রশ্নঃ বিশ্বের কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?
ক) ইন্দোনেশিয়া
খ) ভারত
গ) পূর্ব তিমুর
ঘ) নেপাল
3. প্রশ্নঃ ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
ক) ঊষা
খ) গোধূলি
গ) গুরুবৃত্ত
ঘ) ছায়াবৃত্ত
3. প্রশ্নঃ নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি? | Sincerity traits courtesy character of desirable and are.
ক) R
খ) Y
গ) S
ঘ) E
3. প্রশ্নঃ কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
ক) তামা
খ) লোহা
গ) রূপা
ঘ) রাবার
3. প্রশ্নঃ 'notwithstanding' শব্দের ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
ক) nation
খ) withheld
গ) do is
ঘ) south
3. প্রশ্নঃ মধ্যযুগের কবি নন কে?
ক) জয়নন্দী
খ) বড়ু চণ্ডীদাস
গ) গোবিন্দ দাস
ঘ) জ্ঞান দাস
3. প্রশ্নঃ TRAIN = 98726 হয়, তবে TARIN = কত হবে?
ক) 97862
খ) 97826
গ) 97682
ঘ) 69782
3. প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
3. প্রশ্নঃ নিচের ধারার পরবর্তী অক্ষরটি কি হবে? | অ, ই, উ, ঋ ?
ক)
খ)
গ)
ঘ)
3. প্রশ্নঃ 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
ক) জ + ঞ
খ) ঞ + গ
গ) ঞ + জ
ঘ) গ + ঞ
3. প্রশ্নঃ চলন : চলিত : : চরিত্র : ?
ক) চারিত্র্য
খ) চারিত্রিক
গ) চরিত্র্য
ঘ) চরিত্রবান
3. প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
ক) বঙ্গভাষা ও সাহিত্য
খ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ) বাংলা সাহিত্যের কথা
3. প্রশ্নঃ Ruling : King : : Learning : _______;
ক) Book
খ) School
গ) Scholar
ঘ) Teacher
3. প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৬টি
ঘ) ১১টি
3. প্রশ্নঃ বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
ক) ২৯ ও ৮ টি
খ) ২৭ ও ৭ টি
গ) ২৯ ও ৭ টি
ঘ) ২৮ ও ৭ টি
3. প্রশ্নঃ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
ক) গাজী মিঁয়ার বস্তানী
খ) আলালের ঘরের দুলাল
গ) হুতোম প্যাঁচার নকশা
ঘ) কলিকাতা কমলালয়
3. প্রশ্নঃ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
ক) গাজী মিঁয়ার বস্তানী
খ) আলালের ঘরের দুলাল
গ) হুতোম প্যাঁচার নকশা
ঘ) কলিকাতা কমলালয়
3. প্রশ্নঃ বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা
3. প্রশ্নঃ Which word is different from others?
ক) Media
খ) Newspaper
গ) Private TV channel
ঘ) Radio
3. প্রশ্নঃ “ডিঙি টেনে বের করতে হবে”। - কোন ধরনের বাক্যের উদাহরণ?
ক) কর্মবাচ্য
খ) ভাববাচ্য
গ) যৌগিক
ঘ) কর্মকর্তৃবাচ্য
3. প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক) স্বায়ত্বশাসন
খ) স্মায়ত্বশাসন
গ) শ্বায়ত্তশাসন
ঘ) স্বায়ত্তশাসন
3. প্রশ্নঃ ‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
ক) বিজ্ঞাপন
খ) বিজ্ঞপ্তি
গ) বিজ্ঞপ্তি ফলক
ঘ) প্রজ্ঞাপন
3. প্রশ্নঃ ‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
ক) বিজ্ঞাপন
খ) বিজ্ঞপ্তি
গ) বিজ্ঞপ্তি ফলক
ঘ) প্রজ্ঞাপন
3. প্রশ্নঃ 'তাতে সমাজজীবন চলে না।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
ক) তাতে সমাজজীবন চলে।
খ) তাতে না সমাজজীবন চলে।
গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
3. প্রশ্নঃ কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
ক) রকাপ্তিপ্রাস্বী
খ) রযোসহাতাগী
গ) পুরীথ্যনির
ঘ) রণীস্মআবাম
3. প্রশ্নঃ নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
ক) বহ্নি
খ) আবীর
গ) বায়ুসখা
ঘ) বৈশ্বানর
3. প্রশ্নঃ নিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়?
ক) address
খ) current
গ) band
ঘ) sky
3. প্রশ্নঃ শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন 
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
3. প্রশ্নঃ নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়? | EX (............) ACLE
ক) PERT
খ) TRACT
গ) TENT
ঘ) CHANGE