51. প্রশ্নঃএখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা-
ক)জহির রায়হান
খ)গাফ্ফার চৌধুরী
গ)শামসুর রাহমান
ঘ)মাহবুব আলম চৌধুরী
51. প্রশ্নঃপ্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
ক)ময়নামতি
খ)বিক্রমপুর
গ)মহাস্থানগড়
ঘ)পাহাড়পুর
51. প্রশ্নঃশতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
ক)২০,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৩৫,০০০ টাকা
51. প্রশ্নঃবাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
ক)এক
খ)দুই
গ)তিন
ঘ)চার
51. প্রশ্নঃকোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
ক)গৌড়
খ)সোনারগাঁ
গ)ঢাকা
ঘ)হুগলী
51. প্রশ্নঃবাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
ক)প্লাইস্টোসিন যুগের
খ)টারশিয়ারী যুগের
গ)মায়োসিন যুগের
ঘ)ডেবোনিয়াস যুগের
51. প্রশ্নঃবাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ''সকল সময়ে ____ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।'' শূন্যস্থান পূরণ করুন।
ক)জনগণের সেবা করিবার
খ)রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ)সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
ঘ)সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
51. প্রশ্নঃ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে, যা বলেছিল নিম্নরূপঃ 'লোকটি এবং তার দল পাকিস্তানের শক্র, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।' এ দম্ভোক্তিকারী ব্যাক্তি কে ছিল?
ক)জেনারেল নিয়াজী
খ)জেনারেল টিক্কা খান
গ)জেনারেল ইয়াহিয়া খান
ঘ)জেনারেল হামিদ খান
51. প্রশ্নঃএকজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
51. প্রশ্নঃBeing fat does not necessarily kill you, but it _____ the risk that you will suffer from nasty diseases.
ক)increases
খ)emphasizes
গ)encourages
ঘ)involves
51. প্রশ্নঃThe play 'Candida' is by-
ক)James Joyce
খ)Shakespeare
গ)G. B. Shaw
ঘ)Arthur Miller
51. প্রশ্নঃHe worked with all sincerity. The underlined phrase is-
ক)A noun phrase
খ)An adjective phrase
গ)An infinitive phrase
ঘ)An adverbial phrase
51. প্রশ্নঃFor God's sake hold your tongue, and let me love.' | This line is written by-
ক)Emily Dickinson
খ)T.S. Eliot
গ)Mathew Arnold
ঘ)John Donne
51. প্রশ্নঃ1/√2, 1, √2,............... ধারাটির কোন পদ 8√2 হবে?
ক)৯তম পদ
খ)১০তম পদ
গ)১১তম পদ
ঘ)১২তম পদ
51. প্রশ্নঃ1/√2, 1, √2,............... ধারাটির কোন পদ 8√2 হবে?
ক)৯তম পদ
খ)১০তম পদ
গ)১১তম পদ
ঘ)১২তম পদ
51. প্রশ্নঃAn extra message added at the end of a letter after it is signed is called _____ .
ক)corrigendum
খ)postscript
গ)NB
ঘ)RSVP
51. প্রশ্নঃ'Pip' is the protagonist in Charles Dickens' novel-
ক)A Christmas Carol
খ)A Tale of Two Cities
গ)Oliver Twist
ঘ)Great Expectations
51. প্রশ্নঃSustainable Development Goals (SDG) কয়টি?
ক)১৩ টি
খ)১৫ টি
গ)১৭ টি
ঘ)৩১ টি
51. প্রশ্নঃSustainable Development Goals (SDG) কয়টি?
ক)১৩ টি
খ)১৫ টি
গ)১৭ টি
ঘ)৩১ টি
51. প্রশ্নঃWho is the poet of the poem “Ozymandias”?
ক)P. B. Shelley
খ)William Wordsworth
গ)S. T. Coleridge
ঘ)John Keats
51. প্রশ্নঃ'Caesar and Cleopatra' is—
ক)a tragedy by William Shakespeare
খ)a poem by Lord Byron
গ)a play by Bernard Shaw
ঘ)a novel by S. T. Coleridge
51. প্রশ্নঃDon Juan was composed by—
ক)W.B. Yeats
খ)E.B. Browning
গ)George Gordon Byron
ঘ)Alexander Pope
51. প্রশ্নঃএকজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?
ক)২৩ বছর
খ)৩৪ বছর
গ)৪৫ বছর
ঘ)কোনোটিই নয়
51. প্রশ্নঃWhich sentence is correct?
ক)One of my sisters are a nurse.
খ)One of my sister is a nurse.
গ)One of my sisters is a nurse.
ঘ)One of my sister's are a nurse.
51. প্রশ্নঃ'টঙ্ক (Tonk) আন্দোলন' কি?
ক)সাঁওতাল বিদ্রোহ
খ)কৃষক আন্দোলন
গ)প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন
ঘ)কোনটিই নয়
51. প্রশ্নঃ'টঙ্ক (Tonk) আন্দোলন' কি?
ক)সাঁওতাল বিদ্রোহ
খ)কৃষক আন্দোলন
গ)প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন
ঘ)কোনটিই নয়
51. প্রশ্নঃবাংলার সুলতানী রাষ্ট্রের প্রকৃতি ছিল-
ক)গণতান্ত্রিক
খ)স্বৈরতান্ত্রিক
গ)প্রজা হিতৈষী
ঘ)ধর্মাশ্রয়ী
51. প্রশ্নঃজসর যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
ক)৬৩৭ খ্রিঃ
খ)৬৩৪ খ্রিঃ
গ)৬৩৫ খ্রিঃ
ঘ)৬৪১ খ্রিঃ
51. প্রশ্নঃ
ক)0
খ)1
গ)1/2
ঘ)∞
51. প্রশ্নঃবাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন?
ক)প্রধানমন্ত্রী
খ)রাষ্ট্রপতি
গ)প্রধান উপদেষ্টা
ঘ)প্রধান বিচারপতি
51. প্রশ্নঃWhich case a suffix tree is useful for?
ক) Fast string search
খ) Minimum cut
গ)Sorting numbers
ঘ) Graph coloring
51. প্রশ্নঃপৃথিবী কক্ষপথের সাথে কত ডিগ্রি কোনে হেলে আছে?
ক)২৩(১/২)°
খ)৬৬(১/২)°
গ)৩০°
ঘ)৯০°
51. প্রশ্নঃমাদরাসা শিক্ষা ব্যবস্থার একটি প্রধান সমস্যা-
ক)আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অপর্যাপ্ত জ্ঞান
খ)অপর্যাপ্ত অর্থায়ন
গ)দক্ষ শিক্ষকের অভাব
ঘ)শিক্ষার্থীদের অনাগ্রহ
51. প্রশ্নঃমস্তিষ্কের বিকাশজনিত সমস্যা কোনটি?
ক)মাদকাসক্তি
খ)বেকারত্ব
গ)দরিদ্রতা
ঘ)অটিজম
51. প্রশ্নঃ'নোকমা' কে নির্বাচিত হয়?
ক)বড় মেয়ে
খ)মেঝ মেয়ে
গ)ছোট মেয়ে
ঘ)সেঝ মেয়ে
51. প্রশ্নঃThe causes of failure of casting are except:
ক)Adequate force
খ)Adequate end
গ)Weak investment
ঘ)Use of reserver
51. প্রশ্নঃমহাভারতের মোট শ্লোকসংখ্যা কতটি?
ক)৭০০ টি
খ)১৮০০ টি
গ)১০০০০০ টি
ঘ)২৪০০০ টি
51. প্রশ্নঃনিরীক্ষা পরিকল্পনার অংশ কোনটি?
ক)গ্রাহকের ব্যবসা সম্পর্কে ধারনা নেওয়া
খ)নিরীক্ষা ফি নিয়ে আলোচনা করা
গ)নিরীক্ষা বাজেট তৈরী করা
ঘ)নিরীক্ষা মতামত দেওয়া
52. প্রশ্নঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
ক)১৭ এপ্রিল, ১৯৯১
খ)১৬ ডিসেম্বর, ১৯৭২
গ)৭ মার্চ, ১৯৭২
ঘ)২৬ মার্চ, ১৯৭৩
52. প্রশ্নঃ[প্রশ্নে ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে] '______ সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।' শূন্যস্থান পূরন করুন।
ক)৮
খ)৬
গ)১০
ঘ)৫
52. প্রশ্নঃমহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-
ক)মহাস্থান
খ)কর্ণসুবর্ণ
গ)পুণ্ড্রনগর
ঘ)রামাবতী
52. প্রশ্নঃ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
52. প্রশ্নঃ'Sweet Helen, make me immortal with a kiss'. The sentence has been taken from the play -
ক)Romeo and Juliet
খ)Caesar and Cleopatra
গ)Doctor Faustus
ঘ)Antony and Cleopatra
52. প্রশ্নঃLady Chatterley's Lover was written by the author of -
ক)Lord Jim
খ)The Rainbow
গ)Ulysses
ঘ)A Passage to India
52. প্রশ্নঃআধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)চীন
ঘ)ভারত
52. প্রশ্নঃআধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)চীন
ঘ)ভারত
52. প্রশ্নঃ'Moby Dick', a novel, was written by -
ক)Herman Melville
খ)Nathaniel Hawthorne
গ)Mark Twain
ঘ)William Faulkner
52. প্রশ্নঃIdentify the right tense: 'My father _____ before I came'.
ক)would be leaving
খ)had been leaving
গ)had left
ঘ)will leave
52. প্রশ্নঃIdentify the imperative sentence:
ক)Shut up!
খ)Shahin is playing football.
গ)I shall cook dinner now.
ঘ)What is your name?
52. প্রশ্নঃযদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
ক)
খ)
গ)
ঘ)
52. প্রশ্নঃSelect the right determiner: 'She works as ______ FBI analyst.'
ক)a
খ)an
গ)the
ঘ)none of the above
52. প্রশ্নঃবাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
ক)মহাস্থানগড়
খ)পাহাড়পুর
গ)ময়নামতি
ঘ)উয়ারীবটেশ্বর
52. প্রশ্নঃবাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
ক)মহাস্থানগড়
খ)পাহাড়পুর
গ)ময়নামতি
ঘ)উয়ারীবটেশ্বর
52. প্রশ্নঃ'গজ-ই-শেহরানী' কী?
ক)পানি পরিমাপক
খ)কাপড় পরিমাপক
গ)ফসল পরিমাপক
ঘ)ভূমি পরিমাপক
52. প্রশ্নঃখিলাফতের প্রাথমিক পর্যায়ে কয়জন ভন্ড নবীর আবির্ভাব ঘটে?
ক)৪জন
খ)৫জন
গ)৬জন
ঘ)৭জন
52. প্রশ্নঃসমবাহু ত্রিভুজের Centre of gravity থাকে-
ক)উচ্চতার মাঝ বরাবর
খ)প্রতিটি বাহর মধ্যেবিন্দুতে
গ)শীর্ষবিন্দুতে
ঘ)কেন্দ্রীয় লম্বে, শীর্ষ হতে ২ : ১ অনুপাতে
52. প্রশ্নঃপাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
ক)বিচারপতি সাত্তার
খ)বিচারপতি সায়েম
গ)বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ)বিচারপতি হামদুর রহমান
52. প্রশ্নঃThe size of the IPV6 address is:
ক)128 bits
খ)4 bits
গ)32 bits
ঘ)None of the above
52. প্রশ্নঃ'Avalanche' কি?
ক)বরফপতন
খ)ভূমিধ্বস
গ)জলোচ্ছাস
ঘ)ঘূর্ণিঝড়
52. প্রশ্নঃশিক্ষার কোন স্তরটি মানব সম্পদ উন্নয়নে প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে?
ক)উচ্চ শিক্ষা
খ)গবেষণা শিক্ষা
গ)প্রাথমিক শিক্ষা ও মৌলিক শিক্ষা
ঘ)শুধু কারিগরি শিক্ষা
52. প্রশ্নঃLaura Jane Adams কী নামে Settlement House প্রতিষ্ঠা করেছিলেন?
ক)Toynbee Hall
খ)Hull House
গ)Dallas House
ঘ)City House
52. প্রশ্নঃভারতীয় সমাজে কয় ধরনের বর্ণ প্রথা ছিল?
ক)২
খ)৩
গ)৪
ঘ)৬
52. প্রশ্নঃThe failure of a carbon (calcium) hydroxide pulpotomy done on a primary first molar is due to:
ক)External resorption
খ)Internal resorption
গ)Pulp calcification
ঘ)Calcific metamorphosis
52. প্রশ্নঃঅশ্বঘোষ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক)হিন্দুধর্ম
খ)জৈনধর্ম
গ)বৌদ্ধধর্ম
ঘ)মানবধর্ম
52. প্রশ্নঃনিচের কোনটি মাস্টার বাজেটের অংশ নয়?
ক)নগদ বাজেট
খ)উৎপাদন বাজেট
গ)দেনাদার-পাওনাদের বাজেট
ঘ)শ্রমিক বাজেট
53. প্রশ্নঃবিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?
ক)মহাস্থানগড়ে
খ)শাহজাদপুরে
গ)নেত্রকোনায়
ঘ)রামপালে
53. প্রশ্নঃআন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর -
ক)ভিয়েনা
খ)বন
গ)জেনেভা
ঘ)রোত
53. প্রশ্নঃবিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-
ক)মহাস্থানগড়ে
খ)শাহজাদপুরে
গ)নেত্রকোণায়
ঘ)রামপালে
53. প্রশ্নঃপূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক)১৯৫০ সালে
খ)১৯৪৮ সালে
গ)১৯৪৭ সালে
ঘ)১৯৫৪ সালে
53. প্রশ্নঃদৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
ক)লাল
খ)সবুজ
গ)নীল
ঘ)বেগুনী
53. প্রশ্নঃগ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
ক)৬ ঘণ্টা
খ)সাড়ে ৫ ঘণ্টা
গ)সাড়ে ৬ ঘণ্টা
ঘ)৫ ঘণ্টা
53. প্রশ্নঃবাংলাদেশের দীর্ঘতম রেল সেতু-
ক)যমুনা সেতু
খ)হার্ডিঞ্জ সেতু
গ)ব্রহ্মপুত্র সেতু
ঘ)তিস্তা সেতু
53. প্রশ্নঃ'সোয়াচ অব নো গ্রাউন্ড' এর মানে-
ক)একটি খেলার মাঠ
খ)একটি প্লাবন ভূমির নাম
গ)বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ)ঢাকা সেনানিবাসের পোলা গ্রাউন্ডের নাম
53. প্রশ্নঃবাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
ক)জাপান
খ)যুক্তরাজ্য
গ)দক্ষিণ কোরিয়া
ঘ)মালয়েশিয়া
53. প্রশ্নঃবাংলাদেশে জেলার সংখ্যা কত?
ক)৩৬টি
খ)৫৪টি
গ)৬৪টি
ঘ)৪৪টি
53. প্রশ্নঃবাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
ক)২৫
খ)২৮
গ)৪০
ঘ)৪২
53. প্রশ্নঃপদ বা পদাবলী বলতে কি বুঝায়?
ক)লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
খ)পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ)বাউল বা মরমী গীতি
ঘ)বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
53. প্রশ্নঃইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
ক)জেনারেল সুহার্তো
খ)মেঘবতী সুকর্নপুত্রী
গ)আবদুর রহমান ওয়াহিদ
ঘ)জেনারেল বিয়ান্তো
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
53. প্রশ্নঃবীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ক)নাটোর
খ)চাঁপাইনবাবগঞ্জ
গ)জয়পুরহাট
ঘ)নওগাঁ
53. প্রশ্নঃঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
ক)১৬১০ সালে
খ)১৫৭৬ সালে
গ)১৯০৫ সালে
ঘ)১৯৪৭ সালে
53. প্রশ্নঃযদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক)৬
খ)৯
গ)১২
ঘ)১০
53. প্রশ্নঃChoose the correct preposition. | The tree has been blown ______ by the storm.
ক)away
খ)up
গ)off
ঘ)out
53. প্রশ্নঃ(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন।) UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত?
ক)৪৪৪ ডলার
খ)৭৭০ ডলার
গ)১০৭০ ডলার
ঘ)১৭৭০ ডলার
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
53. প্রশ্নঃIf two typist can type two pages in two minutes, how many typists will it take to type 18 pages in six minutes?
ক)3
খ)6
গ)9
ঘ)18
53. প্রশ্নঃমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক)৪ টি
খ)৭ টি
গ)১১ টি
ঘ)১৪ টি
53. প্রশ্নঃloga(m/n) = ?
ক)loga m × logan
খ)loga m - logan
গ)logam+ logan
ঘ)কোনটিই নয়
53. প্রশ্নঃপূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
ক)মালয়েশিয়া
খ)ইন্দোনেশিয়া
গ)থাইল্যান্ড
ঘ)মায়ানমার
53. প্রশ্নঃChoose the pair of words that expresses a relationship similar to that of the given pair: Heart : human
ক)Wall : brick
খ)Hand : child
গ)Kitchen : house
ঘ)Engine : car
53. প্রশ্নঃ(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। বর্তমানে অপ্রয়োজনীয়) বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
ক)১১
খ)২১
গ)৯
ঘ)১৫
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
53. প্রশ্নঃকোপেনহেগেন কোন দেশের রাজধানী?
ক)ডেনমার্ক
খ)বেলজিয়াম
গ)ভিয়েতনাম
ঘ)আর্মেনিয়া
53. প্রশ্নঃRiders to the Sea is-
ক)an epic poem
খ)a novella
গ)a one-act play
ঘ)a theatrical adaptation of a poem
53. প্রশ্নঃThis could have worked if I ___ been more cautious.
ক)had
খ)have
গ)might
ঘ)would
53. প্রশ্নঃWhich do you think is the nearest in meaning to 'proviso':
ক)sanction
খ)substitute
গ)stipulation
ঘ)directive
53. প্রশ্নঃThe sun went down. The underlined word is used here as a/an:
ক)preposition
খ)adverb
গ)noun
ঘ)conjunction
53. প্রশ্নঃযদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
ক)৩০৪০
খ)৫০৪০
গ)৪০৩০
ঘ)৬০৫০
53. প্রশ্নঃযদি, ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?
ক)৩০৪০
খ)৫০৪০
গ)৪০৩০
ঘ)৬০৫০
53. প্রশ্নঃ‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
ক)Juliet
খ)Romeo
গ)Portia
ঘ)Rosalind
53. প্রশ্নঃIdentify the word that can be used as both singular and plural:
54. প্রশ্নঃভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
ক)মূল মধ্যরেখা
খ)কর্কট ক্রান্তি রেখা
গ)মকর ক্রান্তি রেখা
ঘ)আন্তর্জাতিক তারিখ রেখা
54. প্রশ্নঃপ্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক)কুষ্টিয়া
খ)বগুড়া
গ)কুমিল্লা
ঘ)চাঁপাইনবাবগঞ্জ
54. প্রশ্নঃকোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক)শূন্যতায়
খ)কঠিন পদার্থে
গ)তরল পদার্থে
ঘ)বায়বীয় পদার্থে
54. প্রশ্নঃস্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক)৯ টি
খ)১০ টি
গ)১১ টি
ঘ)১২ টি
54. প্রশ্নঃ[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন] বাংলাদেশের ২০১৯-২০ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ কত?
ক)৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
খ)৫৩ হাজার ৫৬৫ কোটি টাকা
গ)৪৪ হাজার ৫৭৭ কোটি টাকা
ঘ)৮৪ হাজার ৫৭৯ কোটি টাকা
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
54. প্রশ্নঃব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
ক)রাজা ত্রিদিব রায়
খ)রাজা ত্রিভুবন চাকমা
গ)জুম্মা খান
ঘ)জান বখশ খাঁ
54. প্রশ্নঃবর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন?
ক)৪টি স্তরে
খ)৩টি স্তরে
গ)২টি স্তরে
ঘ)১টি স্তরে
54. প্রশ্নঃবাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
ক)অষ্টম
খ)নবম
গ)একাদশ
ঘ)দ্বাদশ
54. প্রশ্নঃপ্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
ক)প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
খ)প্রধান বিচারপতি নিয়োগ
গ)অডিটর জেনারেল নিয়োগ
ঘ)পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
54. প্রশ্নঃবাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিকারা রচনা করেন?
ক)ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ)ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ)মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ)মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
54. প্রশ্নঃমুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক)আট
খ)দশ
গ)এগার
ঘ)পনের
54. প্রশ্নঃ(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-
ক)৮ বিলিয়ন
খ)৬ বিলিয়ন
গ)৫ বিলিয়ন
ঘ)৭ বিলিয়ন
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
54. প্রশ্নঃকোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক)ইসলাম খান
খ)রাজা মানসিংহ
গ)মীর জুমলা
ঘ)শায়েস্তা খান
54. প্রশ্নঃজোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক)দিল্লি
খ)কায়রো
গ)বেলগ্রেড
ঘ)জাকার্তা
54. প্রশ্নঃIdentify the correct passive form of | 'He is going to open a shop.'
ক)He is being gone to open a shop
খ)A shop is being gone opened by him
গ)A shop will be opened by him
ঘ)A shop is going to be opened by him
54. প্রশ্নঃস্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন?
ক)৭ জন
খ)৬৮ জন
গ)১৭৫ জন
ঘ)৪২৬ জন
54. প্রশ্নঃThe fifth consonant from the beginning of this sentence is the letter-
ক)i
খ)e
গ)a
ঘ)t
54. প্রশ্নঃটেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক)পদ্মা
খ)যমুনা
গ)নাফ
ঘ)কর্ণফুলী
54. প্রশ্নঃনিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক)০.৩
খ)√০.৩
গ)১/৩
ঘ)২/৫
54. প্রশ্নঃহারারে'র পূর্ব নাম কি?
ক)সলসবেরি
খ)রোডেসিয়া
গ)জিবুতি
ঘ)জায়ারে
54. প্রশ্নঃChoose the meaning of the given expressions: “No news is good news”
ক)It is likely that we expect bad news.
খ)It is likely to have bad news.
গ)It is likely that nothing bad has happened.
ঘ)It is unlikely that nothing bad has happened.
54. প্রশ্নঃপৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক)ভারত মহাসাগরে
খ)আটলান্টিক মহাসাগরে
গ)প্রশান্ত মহাসাগরে
ঘ)উত্তর মহাসাগরে
54. প্রশ্নঃশ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক)মিসর
খ)ইরাক
গ)ইরান
ঘ)থাইল্যান্ড
54. প্রশ্নঃIt is time to review the protocol on testing nuclear weapons. Here the underlined word means-
ক)Record of rules
খ)Summary of rules
গ)Procedures
ঘ)Problems
54. প্রশ্নঃThe Climax of a plot is what happens-
ক)in the beginning
খ)at the height
গ)at the end
ঘ)in the confrontation
54. প্রশ্নঃCassandra is a night owl, so she doesn't usually get up untill about:
ক)11 a.m
খ)11 p.m
গ)7 a.m
ঘ)7 p.m
54. প্রশ্নঃWhich one of the following words is in singular form?
ক)agenda
খ)oases
গ)radius
ঘ)formulae
54. প্রশ্নঃএকজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
ক)৩০ ফুট
খ)৪০ ফুট
গ)১০ ফুট
ঘ)২০ ফুট
54. প্রশ্নঃএকজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
ক)৩০ ফুট
খ)৪০ ফুট
গ)১০ ফুট
ঘ)২০ ফুট
54. প্রশ্নঃ‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence.’ -This is taken from the poem of -
ক)P. B. Shelley
খ)Lord Byron
গ)John Keats
ঘ)Edmund Spenser
54. প্রশ্নঃFind out the correct passive form of the sentence 'Who taught you French?'
ক)By whom you were taught French?
খ)By whom French was taught you?
গ)French was taught you by whom?
ঘ)By whom were you taught French?
54. প্রশ্নঃসম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
ক)আর্টসাখ প্রজাতন্ত্র
খ)নাগার্নো-কারাবাখ
গ)ইয়েরেভান
ঘ)নাকার্চভান ছিটমহল
54. প্রশ্নঃসম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
ক)আর্টসাখ প্রজাতন্ত্র
খ)নাগার্নো-কারাবাখ
গ)ইয়েরেভান
ঘ)নাকার্চভান ছিটমহল
54. প্রশ্নঃO' Henry was from -
ক)Canada
খ)America
গ)England
ঘ)Ireland
54. প্রশ্নঃWho wrote the picaresque novel titled 'Tom Jones'?