Job Solution

Showing 200 results of 8,900
Showing 200 of 8,900

Filter

91. প্রশ্নঃ যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP-কত?
ক) 40
খ) 38
গ) 36
ঘ) 39
91. প্রশ্নঃ যদি P = 16 এবং TAP = 37 হয় তবে CUP-কত?
ক) 40
খ) 38
গ) 36
ঘ) 39
91. প্রশ্নঃ বাংলার মুসলমানদের প্রথম স্থায়ী অভিযান এবং প্রশাসনিক কার্যক্রম কখন হয়েছিল?
ক) ১২০৪ সাল
খ) ১২০৬ সাল
গ) ১২১১ সাল
ঘ) ১১৯৮ সাল
91. প্রশ্নঃ ভারতবর্ষের সমর ইতিহাসে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন-
ক) ইব্রাহীম লোদী
খ) সম্রাট আকবর
গ) জহির উদ্দিন মুহাম্মদ বাবর
ঘ) সুলতান হুমায়ুন
91. প্রশ্নঃ লিনিয়ার Algebra -এ বেসিস বলতে কি বুঝায়?
ক) একটি একক ভেক্টর
খ) এমন একটি ভেক্টর যা সাধারণ এবং স্পেসটি জেনারেট করে
গ) শুধুমাত্র জিরো ভেক্টর
ঘ) সমান্তরাল ভেক্টরদের একটি সেট
91. প্রশ্নঃ একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?
ক)
খ) ১.৫
গ)
ঘ) ০.৫
91. প্রশ্নঃ The class in C++ contains:
ক)  data only
খ)  function only
গ)  data and function both
ঘ) None of the above.
91. প্রশ্নঃ সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
ক) প্রশান্ত মহাসাগরে
খ) ভারত মহাসাগরে
গ) আটলান্টিক মহাসাগরে
ঘ) আরব সাগরে
91. প্রশ্নঃ উন্নয়নশীল দেশে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কি কারণে দিন দিন জনপ্রিয়তা ও গুরুত্ব পাচ্ছে?
ক) আনুষ্ঠানিক শিক্ষার ব্যর্থতা
খ) উপানুষ্ঠানিক শিক্ষার নমনীয়তা
গ) উপানুষ্ঠানিক শিক্ষা কম ব্যয়বহল
ঘ) আনুষ্ঠানিক শিক্ষা জনগণের শিক্ষা চাহিদা পুরোপুরি মেটাতে অক্ষম
91. প্রশ্নঃ শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়?
ক) আমেরিকায়
খ) যুক্তরাজ্যে
গ) কানাডায়
ঘ) রাশিয়ায়
91. প্রশ্নঃ ইংরেজ শাসনামলে মধ্যবিত্ত শ্রেণি সৃষ্টিতে কোন বিষয়টি ভূমিকা রেখেছিল?
ক) ফারসি ভাষা
খ) উর্দু ভাষা
গ) হিন্দি ভাষা
ঘ) ইংরেজী ভাষা
91. প্রশ্নঃ Overbite normally is:
ক) 1-2 mm
খ) 2-3 mm
গ) 3-4 mm
ঘ) 2-4 mm
91. প্রশ্নঃ দাতৃ শব্দের স্ত্রীলিঙ্গের রূপ কোনটি?
ক) ধাত্রী
খ) দাতৃন
গ) দাত্রী
ঘ) বিদাতৃ
91. প্রশ্নঃ বিল্ডিং এর ডিজাইন ব্যয়
ক) প্রত্যক্ষ মজুরী
খ) প্রত্যক্ষ ব্যয়
গ) পরোক্ষ মজুরী
ঘ) প্রশাসনিক বায়
92. প্রশ্নঃ সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-
ক) তামার দণ্ড ও দস্তার দণ্ড
খ) তামার পাত ও দস্তার পাত
গ) কার্বন দণ্ড ও দস্তার কৌটা
ঘ) তামার দণ্ড ও দস্তার কৌটা
92. প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক) বায়ু প্রবাহের প্রভাব
খ) সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়
92. প্রশ্নঃ রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ) কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
92. প্রশ্নঃ একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক) শূন্য
খ) ১৪৪
গ) ২৫৬
ঘ) ৪০০
92. প্রশ্নঃ কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক) IBRD
খ) IDA
গ) IMF
ঘ) IFC
92. প্রশ্নঃ 'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কী?
ক) হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাঁধা
গ) হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
ঘ) ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
92. প্রশ্নঃ কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮৯
খ) ১৪১
গ) ২৪৮
ঘ) ১৭০
92. প্রশ্নঃ ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
ক)
খ) ১০
গ) ১১
ঘ) ১২
92. প্রশ্নঃ 'ক' ও 'খ' দুটি সংখ্যা । 'ক' এর ১/২ এবং 'খ' এর ১/৩ যোগ করলে ৪৫ হয় । 'খ' এর ১/২ এবং 'ক' এর ২/৫ যোগ করলে ৫০ হয়। 'ক' ও 'খ' এর মান কত?
ক) ক = ৫০, খ = ৬০
খ) ক = ৬০, খ = ৫০
গ) ক = ৪০, খ = ৪৮
ঘ) ক = ৬০, খ = ৪৮
92. প্রশ্নঃ কোনটি তেজস্ক্রীয় পদার্থ নয়?
ক) লৌহ
খ) ইউরেনিয়াম
গ) প্লটোনিয়াম
ঘ) নেপচুনিয়াম
92. প্রশ্নঃ 'ড্রাই আইস' (dry ice) হলো -
ক) কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
খ) কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
গ) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ) হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
92. প্রশ্নঃ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয়-
ক) আইসোটোপ
খ) আইসোমার
গ) আইসোটোন
ঘ) আইসোবার
92. প্রশ্নঃ পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ) খ ও গ উভয়ই ঠিক
92. প্রশ্নঃ এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
ক) ১২৮০
খ) ১২৮১
গ) ১৩১০
ঘ) ১৩১১
92. প্রশ্নঃ কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
ক) ১৯৮৮ সালে
খ) ১৯৮৯ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯১ সালে
92. প্রশ্নঃ Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
ক) he knew
খ) he had been knowing
গ) he had known
ঘ) he was knowing
92. প্রশ্নঃ বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -
ক) ফখরুদ্দিন মোবারক শাহ
খ) ইলিয়াস শাহ
গ) সম্রাট আকবর
ঘ) সম্রাট বাবর
92. প্রশ্নঃ অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর কোথায়?
ক) নিউইয়র্ক
খ) নাইরোবি
গ) লন্ডন
ঘ) হেগ
92. প্রশ্নঃ উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
ক) নাইট্রোজেনের
খ) ফসফরাসের
গ) ইউরিয়ার
ঘ) পটাসিয়ামের
92. প্রশ্নঃ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক) আর্লিবার্ড হল
খ) এস্ট্রোলার হল
গ) ওবেরী হল
ঘ) কসমস
92. প্রশ্নঃ কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
ক) ৭০ বছর
খ) ৬৫ বছর
গ) ৭৬ বছর
ঘ) ৮০ বছর
92. প্রশ্নঃ যদি Q/P = 1/4 হয় তবে (P + Q)/(P - Q) এর মান-
ক) 3-May
খ) 3-Feb
গ) 5-Mar
ঘ) 7-May
92. প্রশ্নঃ 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মুনীর চৌধুরী
গ) সমরেশ বসু
ঘ) প্রমথ চৌধুরী
92. প্রশ্নঃ কোনটি সঠিক বানান?
ক) নিশিথিনী
খ) নীশিথিনী
গ) নিশীথিনী
ঘ) নিশিথিনি
92. প্রশ্নঃ কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
ক) অড়হর
খ) ছোলা
গ) খেসারী
ঘ) মটর
92. প্রশ্নঃ 'জীবনঢুলী' কি?
ক) একটি উপন্যাসের নাম
খ) একটি কাব্যগ্রন্থের নাম
গ) একটি আত্মজীবনীর নাম
ঘ) একটি চলচ্চিত্রের নাম
92. প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) পূর্ব জার্মানি
গ) স্পেন
ঘ) গ্রিস
92. প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) আলমগীর কবির
খ) খান আতাউর রহমান
গ) হুমায়ূন আহমেদ
ঘ) সুভাষ দত্ত
92. প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স -
ক) ৩০ বছর
খ) ৩৫ বছর
গ) ৪০ বছর
ঘ) ৪৫ বছর
92. প্রশ্নঃ ফকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
ক) ডেনমার্ক
খ) বেলজিয়াম
গ) নরওয়ে
ঘ) ফিনল্যান্ড
92. প্রশ্নঃ ফকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
ক) ডেনমার্ক
খ) বেলজিয়াম
গ) নরওয়ে
ঘ) ফিনল্যান্ড
92. প্রশ্নঃ 'Let There Be light ' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
ক) আমজাদ হোসেন
খ) জহির রায়হান
গ) খান আতাউর রহমান
ঘ) শেখ নিয়ামত আলী
92. প্রশ্নঃ মানবদেহে লােহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
ক) ৭ দিন
খ) ৩০ দিন
গ) ১৮০ দিন
ঘ) উপরের কোনটিই নয়
92. প্রশ্নঃ একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
ক) ১.৫ মিটার
খ) ২.৫ মিটার
গ) ৩.০ মিটার
ঘ) ৩.৫ মিটার
92. প্রশ্নঃ একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
ক) ১.৫ মিটার
খ) ২.৫ মিটার
গ) ৩.০ মিটার
ঘ) ৩.৫ মিটার
92. প্রশ্নঃ প্রােটিন তৈরি হয়-
ক) ফ্যাটি এসিড দিয়ে
খ) সাইট্রিক এসিড দিয়ে
গ) অ্যামিনাে এসিড দিয়ে
ঘ) অক্সালিক এসিড দিয়ে
92. প্রশ্নঃ ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—
ক) পিল্লি
খ) ফ্লাজেলা
গ) শীথ
ঘ) ক্যাপসুলস
92. প্রশ্নঃ মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা -
ক) ৪৪ টি
খ) ৪২ টি
গ) ৪৬ টি
ঘ) ৪৮ টি
92. প্রশ্নঃ নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
ক) Facebook
খ) Instagram
গ) Twitter
ঘ) Google
92. প্রশ্নঃ জুলাই শহিদ দিবস কোনটি?
ক) ০১ জুলাই
খ) ২৯ জুলাই
গ) ০৫ আগস্ট
ঘ) ১৬ জুলাই
92. প্রশ্নঃ নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
ক) Ø
খ) (Ø)
গ) {Ø}
ঘ) {0}
92. প্রশ্নঃ নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
ক) Ø
খ) (Ø)
গ) {Ø}
ঘ) {0}
92. প্রশ্নঃ ইউরোপে সংঘটিত ত্রিশবর্ষব্যাপী যুদ্ধের সময়কাল-
ক) ১৬০৮-১৬৩৮
খ) ১৬১৮-১৬৪৮
গ) ১৬২৮-১৬৫৮
ঘ) ১৬৩৮-১৬৬৮
92. প্রশ্নঃ শাফি'য়ী মাজহাবের প্রতিষ্ঠাতা কে?
ক) নোমান ইবনে সাবিত
খ) মালিক ইবনে আনাস
গ) আহমদ ইবনে হাম্বল
ঘ) মুহাম্মদ ইবনে ইদ্রিস
92. প্রশ্নঃ সমীকরণ (dy/dx) + y = 0 এর সাধারণ সমাধান কি?
ক) y = ex
খ) y = ce-x
গ) y = cx
ঘ) y = 0
92. প্রশ্নঃ দুইটি সংখ্যার ল,সা, গু 4x2 + 12x2 - 16x - 48, গ,সা,গু 2x+4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-
ক) x2 - 4
খ) 2(x2 - 4)
গ) 4(x2 - 4)
ঘ) x + 2
92. প্রশ্নঃ MOV AX, BX:
ক)  copies content of AX to BX
খ) copies content of BX to AX
গ)  erases content of both AX and BX
ঘ)  is a wrong instruction
92. প্রশ্নঃ দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?
ক) খাড়ি
খ) পললকোন
গ) উপত্যকা
ঘ) দোয়াব
92. প্রশ্নঃ শিক্ষার কোন ধারায় শিক্ষাক্রম নাই?
ক) ধর্মীয় শিক্ষা
খ) অনানুষ্ঠানিক শিক্ষা
গ) অব্যাহত শিক্ষা
ঘ) উপানুষ্ঠানিক শিক্ষা
92. প্রশ্নঃ "The Case Work Relationship" বইয়ের লেখক-
ক)  Mary Ellen Richmond
খ) Laura Jane Adams
গ) H.H. Perlman
ঘ) F.P. Blestek
92. প্রশ্নঃ কয়টি মৌল প্রক্রিয়া দ্বারা জনসংখ্যার আকার নির্ধারিত হয়?
ক)
খ)
গ)
ঘ)
92. প্রশ্নঃ Dry socket is:
ক) A result from loss of blood clot in a socket
খ) A form of osteomyelitis
গ) Treated with metronidazole
ঘ) Common in extraction of anterior teeth
92. প্রশ্নঃ কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ - এর অনুবাদ কোনটি?
ক) কবি কালিদাস শ্রেষ্ঠ
খ) কালিদাস আমাদের বড় কবি
গ) কালিদাস ছাড়া কবি নাই
ঘ) কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ
92. প্রশ্নঃ IAS/IFRS
ক) সকল দেশের জন্য বাধ্যতামূলক
খ) কোন একটি দেশ কোন একটি IAS/ IFRS গ্রহণ নাও করতে পারে
গ) যেভাবে প্রণিত হয়েছে সেভাবে গ্রহণ করতে হবে
ঘ) উপরের কোনটিই সঠিক নয়
93. প্রশ্নঃ দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ -
ক) এতে বিদ্যুতের অপচয় কম হয়
খ) এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
93. প্রশ্নঃ কাজ করার সামর্থ্যকে বলে-
ক) ক্ষমতা
খ) কাজ
গ) শক্তি
ঘ) বল
93. প্রশ্নঃ পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-
ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ) পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ) পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
93. প্রশ্নঃ y = 3x + 2, y = - 3x + 2 এবং y= - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
ক) একটি সমবাহু ত্রিভুজ
খ) একটি সমদ্বিবাহু ত্রিভুজ
গ) একটি বিষমবাহু ত্রিভুজ
ঘ) একটি সমকোণী ত্রিভুজ
93. প্রশ্নঃ কোনটি 'ওআইসি'-এর অঙ্গসংস্থা নয়?
ক) আন্তর্জাতিক ইসলামী আদালত
খ) সাধারণ সচিবালয়
গ) ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
ঘ) ইসলামী উন্নয়ন ব্যাংক
93. প্রশ্নঃ কোনটি রক্তের কাজ নয়?
ক) কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস (enzyme) বিতরণ করা
93. প্রশ্নঃ ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
ক) ৫%
খ) ৬%
গ) ১০%
ঘ) ১২%
93. প্রশ্নঃ লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, __, ৩, ১।
ক)
খ)
গ) ১২
ঘ) ১৫
93. প্রশ্নঃ তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
ক) ১১/৩০
খ) ৯/২০
গ) ৩/৫
ঘ) ১১/১৫
93. প্রশ্নঃ কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
ক) রবার
খ) এলুমিনিয়াম
গ) লৌহ
ঘ) তামা
93. প্রশ্নঃ কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
ক) শুশুক
খ) তিমি
গ) ইলিশ
ঘ) হাঙ্গর
93. প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণয়াক যন্ত্র-
ক) ক্রনোমিটার
খ) ট্যাকোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) ওডোমিটার
93. প্রশ্নঃ কম্পিউটারে কোনটি নেই?
ক) স্মৃতি
খ) বুদ্ধি বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা
93. প্রশ্নঃ চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
ক) ২০%
খ) ১৬%
গ) ১৮%
ঘ) ১৫%
93. প্রশ্নঃ 'নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?
ক) আজারবাইজান-আর্মেনিয়া
খ) আর্মেনিয়া-লাটভিয়া
গ) কাজাখস্তান-আজারবাইজান
ঘ) রাশিয়া-আর্মেনিয়া
93. প্রশ্নঃ She has __ her hair a beautiful shade of brown.
ক) colored
খ) given
গ) dried
ঘ) dyed
93. প্রশ্নঃ 'কান্তজীউ মন্দির' কোন জেলায় অবস্থিত?
ক) জয়পুরহাট
খ) কুমিল্লা
গ) রাঙামাটি
ঘ) দিনাজপুর
93. প্রশ্নঃ কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
ক) হংকং
খ) শ্রীলংকা
গ) ম্যাকাউ
ঘ) বাংলাদেশ
93. প্রশ্নঃ মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
ক) ১৫ ইঞ্চি (প্রায়)
খ) ১৭ ইঞ্চি (প্রায়)
গ) ১৮ ইঞ্চি (প্রায়)
ঘ) ২০ ইঞ্চি (প্রায়)
93. প্রশ্নঃ সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?
ক) ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
খ) ৮০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
গ) ১০০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
ঘ) ১২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
93. প্রশ্নঃ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) কৃত্রিম সার প্রয়োগ
খ) পানি সেচ
গ) জমিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক সার প্রয়োগ
93. প্রশ্নঃ log2(1/32) এর মান-
ক) 125
খ) -5
গ) 15
ঘ) -15
93. প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক) আকাংখা
খ) আকাঙ্ক্ষা
গ) আকাঙ্খা
ঘ) আকাংক্ষা
93. প্রশ্নঃ কোনটি 'কোলন'?
ক) ;
খ) :
গ) =
ঘ) '' ''
93. প্রশ্নঃ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
ক) পরিপাক
খ) খাদ্য গ্রহণ
গ) শ্বসন
ঘ) রক্ত সংবহন
93. প্রশ্নঃ বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
ক) সোহাগ গাজী
খ) রুবেল হোসেন
গ) তাইজুল ইসলাম
ঘ) তাসকিন আহমেদ
93. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক) ১৭টি
খ) ২০টি
গ) ৬৪টি
ঘ) ১৯টি
93. প্রশ্নঃ জাতীয় সংসদে 'কাউন্টিং' ভোট কি?
ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পিকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট
93. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক'টি খাতে ভাগ করা হয়?
ক) ১২
খ) ১৯
গ) ১৪
ঘ) ১৫
93. প্রশ্নঃ Cozy Bear একটি কী?
ক) চুক্তি
খ) হ্যাকার গ্রুপ
গ) বিনোদনকেন্দ্র
ঘ) নদী
93. প্রশ্নঃ Cozy Bear একটি কী?
ক) চুক্তি
খ) হ্যাকার গ্রুপ
গ) বিনোদনকেন্দ্র
ঘ) নদী
93. প্রশ্নঃ আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
ক) ১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দে
খ) ১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দে
গ) ১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দে
93. প্রশ্নঃ নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
ক) COD > BOD
খ) COD < BOD
গ) COD = BOD
ঘ) উপরের কোনটিই নয়
93. প্রশ্নঃ এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
ক) 1:02
খ) 5:02
গ) 2:01
ঘ) 4:01
93. প্রশ্নঃ এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
ক) 1:02
খ) 5:02
গ) 2:01
ঘ) 4:01
93. প্রশ্নঃ কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
ক) DNA
খ) DNA + RNA
গ) mRNA
ঘ) RNA
93. প্রশ্নঃ 'কেপলার-৪৫২বি' কী?
ক) একটি মহাকাশযান
খ) পৃথিবীর মতো একটি গ্রহ
গ) সূর্যের মতো একটি নক্ষত্র
ঘ) NASA-এর অত্যাধুনিক টেলিস্কোপ
93. প্রশ্নঃ সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
ক) ৪ : ১ : ১
খ) ৪ : ২ : ২
গ) ৪ : ২ : ৩
ঘ) ৪ : ৩ : ২
93. প্রশ্নঃ Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
ক) Global Positioning Radio Service
খ) General Positioning Radio Service
গ) Global Packet Radio Service
ঘ) General Packet Radio Service
93. প্রশ্নঃ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?
ক) ২০২৪ সালের ০৫ আগস্ট
খ) ২০২৪ সালের ০৮ আগস্ট
গ) ২০২৪ সালের ০৬ আগস্ট
ঘ) ২০২৪ সালের ০৯ আগস্ট
93. প্রশ্নঃ x + 1/x = 2 হলে x4 + 1/x4 এর মান কত?
ক) 1
খ) 0
গ) 2
ঘ) 2-Jan
93. প্রশ্নঃ x + 1/x = 2 হলে x4 + 1/x4 এর মান কত?
ক) 1
খ) 0
গ) 2
ঘ) 2-Jan
93. প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর যে সেক্টরের অধীনে ছিল-
ক) ৮ নং
খ) ৯ নং
গ) ১০ নং
ঘ) ১১ নং
93. প্রশ্নঃ উমাইয়া কোন্ খলিফা যুদ্ধে পরাজয় বরণ করে মসুলে পলায়ন করেন?
ক) দ্বিতীয় মারওয়ান
খ) ইয়াজিদ
গ) সুলাইমান
ঘ) মুতাওয়াক্কিল
93. প্রশ্নঃ y = x2 এবং x অক্ষের মধ্যে X = 0 থেকে X = 2 পর্যন্ত ক্ষেত্রফল কত?
ক) 8/3
খ) 4/3
গ) 8
ঘ) 6
93. প্রশ্নঃ যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?
ক) শুক্রবার
খ) বুধবার
গ) সোমবার
ঘ) রবিবার
93. প্রশ্নঃ __________is the mostly used multiple access technique in WLAN.
ক) OFDMA
খ) TDMA
গ) CDMA
ঘ) TDA+CDMА
93. প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলন ঘটে?
ক) ট্রপোস্ফিয়ারে
খ) স্ট্রাটোস্ফিয়ারে
গ) আয়নোস্ফিয়ারে
ঘ) মেসোস্ফিয়ারে
93. প্রশ্নঃ পাঠ্যসূচি ও শিক্ষাক্রমের পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) শিক্ষাক্রম,পাঠ্যসূচির অন্যতম প্রধান অংশ
খ) পাঠ্যসূচি, শিক্ষাক্রমের অন্যতম প্রধান অংশ
গ) পাঠ্যসূচি সার্বিক এবং শিক্ষাক্রম বিষয়ভিত্তিক
ঘ) ধারণাগত দিক থেকে পাঠ্যসূচি ও শিক্ষাক্রমের মধ্যে কোন পার্থক্য নাই
93. প্রশ্নঃ ব্যক্তি সমাজকর্মের অংশগ্রহনমূলক নীতির আওতায় কার অংশগ্রহনের কথা বুঝানো হয়েছে?
ক) সমস্যাগ্রস্থ ব্যক্তি
খ) সমাজ
গ) পুলিশ
ঘ) শিক্ষা প্রতিষ্ঠান
93. প্রশ্নঃ ‘আদর্শ নমুনা’ তত্ত্বটি কে দিয়েছেন?
ক) ভুর্খীম
খ) মার্টন
গ) স্পেন্সার
ঘ) মাক্স ওয়েভার
93. প্রশ্নঃ A hand piece can be best sterilized chemically by:
ক) Hydrogen peroxide
খ) Boric acid solution
গ) 2 percent glutaraldehyde solution
ঘ) 5 percent glutaraldehyde solution
93. প্রশ্নঃ "বুদ্ধির্যস্য বলং তস্য" এর বাংলা অনুবাদ কোনটি?
ক) বুদ্ধি যার বল তার
খ) বুদ্ধিহীনের বল বেশী
গ) বুদ্ধি থাকলে বল বাড়ে
ঘ) বুদ্ধি আছে তাই বল আছে
93. প্রশ্নঃ Allowance for doubtful debt কোন ধরনের হিসাব?
ক) সম্পদ
খ) মূল্যায়ন (Evaluation)
গ) দায়
ঘ) মালিকান স্বত্ব
94. প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান হলো-
ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল
ঘ) তামা ও সীসা
94. প্রশ্নঃ রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
ক) দর্পণের কাজ করে
খ) আতষীকাচের কাজ করে
গ) লেন্সের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে
94. প্রশ্নঃ সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
ক) নাইট্রিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) এমোনিয়াম ক্লোরাইড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
94. প্রশ্নঃ ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
ক)
খ)
গ)
ঘ)
94. প্রশ্নঃ কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে
94. প্রশ্নঃ ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক) এলইডি
খ) সিলিকন চিপ
গ) এলসিডি
ঘ) আইসি
94. প্রশ্নঃ দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
ক) ২০ দিন
খ) ২২ দিন
গ) ২৪ দিন
ঘ) ২৬ ‍দিন
94. প্রশ্নঃ দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮ । সংখ্যা দুটি কত?
ক) ১০৮, ১৪৪
খ) ১১২, ১৪৮
গ) ১৪৪, ২০৮
ঘ) ১৪৪, ২০৪
94. প্রশ্নঃ একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
ক) ৬০ জন
খ) ৮০ জন
গ) ১০০ জন
ঘ) ১২০ জন
94. প্রশ্নঃ কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লৌহ
খ) ইস্পাত
গ) এলুমিনিয়াম
ঘ) কোবাল্ট
94. প্রশ্নঃ ডায়বেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -
ক) চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
খ) এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ) এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
ঘ) ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
94. প্রশ্নঃ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
ক) ব্যারোমিটার
খ) সেক্সট্যান্ট
গ) সিসমোগ্রাফ
ঘ) ম্যানোমিটার
94. প্রশ্নঃ 'পিসিকালচার' বলতে কি বোঝায়?
ক) হাঁস-মুরগি পালন
খ) মৌমাছি পালন
গ) মৎস্য চাষ
ঘ) রেশম চাষ
94. প্রশ্নঃ কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
ক) ৭৭/১৪৩
খ) ১০২/২৮৯
গ) ১১৩/৩৫৫
ঘ) ৩৪৩/১০০১
94. প্রশ্নঃ ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
ক) ১০ অক্টোবর, ২০০২
খ) ১২ অক্টোবর, ২০০২
গ) ১০ নভেম্বর, ২০০২
ঘ) ১২ নভেম্বর, ২০০২
94. প্রশ্নঃ প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
ক) কম হয়
খ) বেশি হয়
গ) ঠিক থাকে
ঘ) কোনোটিই নয়
94. প্রশ্নঃ মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
ক) ১৭টি
খ) ১৮টি
গ) ১৯টি
ঘ) ২১টি
94. প্রশ্নঃ নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
ক) এবিএম চুক্তি (ABM)
খ) সল্ট-১ চুক্তি (SALT-1)
গ) সল্ট-২ চুক্তি (SALT-2)
ঘ) স্টার্ট-২ চুক্তি (START-2)
94. প্রশ্নঃ ক্যান্সার রোগের কারণ কি?
ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
গ) কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
ঘ) উপরের সবগুলো
94. প্রশ্নঃ জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
ক) ৬ ঘণ্টা ১৩ মি.
খ) ৮ ঘণ্টা
গ) ১২ ঘণ্টা
ঘ) ১৩ ঘণ্টা ১৫ মি.
94. প্রশ্নঃ কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
ক) দস্তা
খ) সালফার
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম
94. প্রশ্নঃ (4x2 - 16) এবং 6x2 + 24x + 24 এর গসাগু-
ক) x + 2
খ) x + 4
গ) x + 2.
ঘ) 2(x + 2)
94. প্রশ্নঃ কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
94. প্রশ্নঃ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয় ?
ক) ১৯২৩ সালে
খ) ১৯২৪ সালে
গ) ১৯২৫ সালে
ঘ) ১৯২৭ সালে
94. প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
ক) ঘনত্ব কম
খ) ঘনত্ব বেশি
গ) তাপমাত্রা বেশি
ঘ) দ্রবণীয়তা বেশি
94. প্রশ্নঃ পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
ক) ২০১৫-২০১৯
খ) ২০১৬-২০২০
গ) ২০১৭-২০২১
ঘ) ২০১৮-২০২২
94. প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক) ১১.২ কি.মি
খ) ১২.২ কি.মি
গ) ১১.৮ কি.মি
ঘ) ১২.৮ কি.মি
94. প্রশ্নঃ NILG এর পূর্ণরূপ-
ক) National Information Legal Guide
খ) National Institute of Local Government
গ) National Identity Licence Guide
ঘ) National Industrial League Group
94. প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
ক) মুশফিক
খ) তামিম
গ) সাব্বির
ঘ) লিটন দাস
94. প্রশ্নঃ ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
ক) মন্টিনিগ্রো
খ) লিথুয়ানিয়া
গ) আলবেনিয়া
ঘ) সুইডেন
94. প্রশ্নঃ ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
ক) মন্টিনিগ্রো
খ) লিথুয়ানিয়া
গ) আলবেনিয়া
ঘ) সুইডেন
94. প্রশ্নঃ প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) এর কোনোটিই নয়
94. প্রশ্নঃ পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
ক) ১৯৯০
খ) ১৯৯৫
গ) ১৯৯৭
ঘ) ২০০০
94. প্রশ্নঃ আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
ক) ৪৬০.২০ টাকা
খ) ৫৫৪.৪০ টাকা
গ) ৬২০.৬০ টাকা
ঘ) ৭৩০.৮০ টাকা
94. প্রশ্নঃ আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
ক) ৪৬০.২০ টাকা
খ) ৫৫৪.৪০ টাকা
গ) ৬২০.৬০ টাকা
ঘ) ৭৩০.৮০ টাকা
94. প্রশ্নঃ হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ক) ডায়াস্টল
খ) সিস্টল
গ) ডায়াসিস্টল
ঘ) উপরের কোনটিই নয়
94. প্রশ্নঃ ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
ক) বয়লিং
খ) বেনজিন ওয়াশ
গ) ফরমালিন ওয়াশ
ঘ) কেমিক্যাল স্টেরিলাইজেশন
94. প্রশ্নঃ মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
ক) চারটি
খ) পাঁচটি
গ) তিনটি
ঘ) দুইটি
94. প্রশ্নঃ বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) Antivirus
খ) Digital Signature
গ) Encryption
ঘ) Firewall
94. প্রশ্নঃ বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারী করা হয়েছে?
ক) ৫ বার
খ) ৩ বার
গ) ৪ বার
ঘ) ৭ বার
94. প্রশ্নঃ একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° হলে, গাছটির উচ্চতা কত মিটার?
ক) √3/26
খ) 26/√3
গ) 26
ঘ) 78
94. প্রশ্নঃ একটি গাছের পাদদেশ হতে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30° হলে, গাছটির উচ্চতা কত মিটার?
ক) √3/26
খ) 26/√3
গ) 26
ঘ) 78
94. প্রশ্নঃ রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন-
ক) সম্রাট শাহজাহান
খ) সম্রাট শাহ আলম
গ) সম্রাট দ্বিতীয় আকবর
ঘ) সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ্ জাফর
94. প্রশ্নঃ কাদেসিয়ার যুদ্ধে মুসলিমদের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছিলেন কে?
ক) সা'দ বিন আবি ওয়াক্কাস
খ) আবু উবাইদা
গ) মীর সিমনান
ঘ) রুস্তম
94. প্রশ্নঃ y = x2 এর x = 1 এ tangent এর ঢাল কত?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3
94. প্রশ্নঃ নীচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? ১, √৯, ৫, √৪৯, ......
ক)
খ)
গ) ১০
ঘ) ১২
94. প্রশ্নঃ ___________mapping is not a useful cache mapping technique.
ক) Direct
খ) Set associative
গ) Fully associative
ঘ) Random
94. প্রশ্নঃ শীতল ও উষ্ণ স্রোতের মিলনে কি তৈরী হয়?
ক) ঘুর্নিঝড়
খ) টর্নেডো
গ) বায়ুপ্রবাহ
ঘ) কুয়াশা ও ঝড়
94. প্রশ্নঃ কোন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরাই একটি বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করে?
ক) লেকচার পদ্ধতি
খ) প্রশ্ন-উত্তর পদ্ধতি
গ) সমস্যা সমাধান পদ্ধতি
ঘ) শুধু অ্যাসাইনমেন্ট পদ্ধতি
94. প্রশ্নঃ কল্যাণ রাষ্ট্রের প্রবক্তা হলেন-
ক)  কার্ল মার্ক্স
খ) সক্রেটিস
গ) স্মিথ
ঘ) স্যার উইলিয়াম বিভারিজ
94. প্রশ্নঃ উন্নয়নশীল ও অনুন্নত দেশে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধিপায়-কে বলেছেন?
ক) এডাম স্মিথ
খ) ম্যালথাস
গ) মর্গান
ঘ) ম্যাক্র
94. প্রশ্নঃ Cotton wool appearance on X-ray may be due to:
ক) Acute suppurative osteomyelitis
খ) Chronic suppurative osteomyelitis
গ) Diffuse sclerising osteomyelitis
ঘ) Proliferative periostitis
94. প্রশ্নঃ উপনিষদের প্রধান বিষয়বস্তু কি?
ক) জ্যোতিষ
খ) আত্মতত্ত্ব
গ) ব্রহ্মবিদ্যা
ঘ) যজ্ঞবিদ্যা
94. প্রশ্নঃ Audit Report Leg বলতে কি বুঝায়?
ক) অডিট ফার্মের কাজের বিরতি
খ) অডিট ফার্ম ও গ্রাহকের মধ্যকার চুক্তি
গ) আর্থিক বছরের শেষ তারিখ হতে অডিট রিপোর্টে স্বাক্ষরের মধ্যকার সময়
ঘ) অডিট ফার্মের চিরস্থায়ী রেকর্ড বই
95. প্রশ্নঃ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-
ক) অক্সিজেন ও গ্লুকোজ
খ) অক্সিজেনে ও রক্তের আমিষ
গ) ইউরিয়া ও গ্লুকোজ
ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
95. প্রশ্নঃ কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
ক) জিপসাম
খ) বালি
গ) সাজি মাটি
ঘ) চুনাপাথর
95. প্রশ্নঃ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
ক) বাষ্পীয় ইঞ্জিন
খ) অন্তর্দহন ইঞ্জিন
গ) স্টারলিং ইঞ্জিন
ঘ) রকেট ইঞ্জিন
95. প্রশ্নঃ একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ক)
খ)
গ)
ঘ) ১০
95. প্রশ্নঃ ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে _________।
ক) জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
খ) সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
গ) পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
ঘ) সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
95. প্রশ্নঃ বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ) মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
95. প্রশ্নঃ একজন দোকানদার (১৫/২)% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক) ১০০ টাকা
খ) ২০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৪০০ টাকা
95. প্রশ্নঃ একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
ক) ৮ গ্রাম
খ) ৬ গ্রাম
গ) ৩ গ্রাম
ঘ) ৪ গ্রাম
95. প্রশ্নঃ ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক) লাভ-লোকসান কিছুই হয়নি
খ) ৯০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৬০০ টাকা
95. প্রশ্নঃ যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
ক) দর্পণ
খ) লেন্স
গ) প্রিজম
ঘ) বিম্ব
95. প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস হলো-
ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা
ঘ) কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন
95. প্রশ্নঃ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
ক) গামা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) রঞ্জন রশ্মি
ঘ) কসমিক রশ্মি
95. প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
ক) ক্রনোমিটার
খ) ওডোমিটার
গ) ট্যাকোমিটার
ঘ) ক্রোসকোগ্রাফ
95. প্রশ্নঃ এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
ক) ২০০০ টাকা
খ) ২৩০০ টাকা
গ) ২৫০০ টাকা
ঘ) ৩০০০ টাকা
95. প্রশ্নঃ সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
ক) ৩০ আগস্ট, ২০০২
খ) ৭ সেপ্টেম্বর, ২০০২
গ) ১০ সেপ্টেম্বর, ২০০২
ঘ) ১৫ সেপ্টেম্বর, ২০০২
95. প্রশ্নঃ কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) ০° সেন্টিগ্রেড
খ) ১০° সেন্টিগ্রেড
গ) ৪° সেন্টিগ্রেড
ঘ) ১০০° সেন্ট্রিগ্রেড
95. প্রশ্নঃ (তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
ক) ৩০০ কোটি টাকা
খ) ৪০০ কোটি টাকা
গ) ৫০০ কোটি টাকা
ঘ) ৬০০ কোটি টাকা
95. প্রশ্নঃ Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
ক) ১৯৭৭
খ) ১৯৭৮
গ) ১৯৭৯
ঘ) ১৯৮১
95. প্রশ্নঃ ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
ক) অগ্ন্যাশয় হতে
খ) প্যানক্রিয়াস হতে
গ) লিভার হতে
ঘ) পিটুইটারী গ্ল্যান্ড হতে
95. প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান নহে?
ক) নাইট্রোজেন
খ) হাইড্রোজেন
গ) কার্বন
ঘ) ফসফরাস
95. প্রশ্নঃ নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
ক) পরমাণু শক্তি
খ) কয়লা
গ) পেট্রোল
ঘ) প্রাকৃতিক গ্যাস
95. প্রশ্নঃ x3 - x2 কে x - 2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে-
ক) 2
খ) 4
গ) -6
ঘ) -8
95. প্রশ্নঃ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি
95. প্রশ্নঃ কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক) হরতাল
খ) পালাবদল
গ) উত্তীর্ণ পঞ্চাশে
ঘ) অন্বিষ্ট স্বদেশ