10. প্রশ্নঃপ্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ? |
ক)
খ)
গ)
ঘ)
10. প্রশ্নঃপ্রচুর + য = প্রাচুর্য; কোন প্রত্যয়?
ক)কৃৎ প্রত্যয়
খ)তদ্ধিত প্রত্যয়
গ)বাংলা কৃৎ প্রত্যয়
ঘ)সংস্কৃত কৃৎ প্রত্যয়
10. প্রশ্নঃ'A Golden Age' উপন্যাসটির রচিয়তা কে?
ক)Thomas Kyd
খ)Christopher Marlowe
গ)Tahmina Anam
ঘ)Virginia Wolf
10. প্রশ্নঃমুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক)ক্রীতদাসের হাসি
খ)জীবন ও রাজনৈতিক বাস্তবতা
গ)কান্নাপর্ব
ঘ)প্রদোষে প্রাকৃতজন
10. প্রশ্নঃমুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক)ক্রীতদাসের হাসি
খ)জীবন ও রাজনৈতিক বাস্তবতা
গ)কান্নাপর্ব
ঘ)প্রদোষে প্রাকৃতজন
10. প্রশ্নঃকেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
ক)হিত্তিক ও তুখারিক
খ)তামিল ও দ্রাবিড়
গ)আর্য ও অনার্য
ঘ)মাগধী ও গৌড়ী
10. প্রশ্নঃপ্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন। |
ক)৫
খ)৬
গ)৮
ঘ)১০
10. প্রশ্নঃনিচের কোনটি তৎসম শব্দ?
ক)পছন্দ
খ)হিসাব
গ)ধূলি
ঘ)শৌখিন
10. প্রশ্নঃP J - এর চেয়ে বড়; S M এর চেয়ে বড়; R S - এর মতো বড় না হলেও J - এর চেয়ে বড়; M J - এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি?
ক)J
খ)P
গ)R
ঘ)M
10. প্রশ্নঃনিচের কোনটি যৌগিক শব্দ?
ক)প্রবীণ
খ)জেঠামি
গ)সরোজ
ঘ)মিতালি
10. প্রশ্নঃ'Policy' এর বিপরীত শব্দ কোনটি?
ক)Approach
খ)Arrangement
গ)Lawless
ঘ)Principle
10. প্রশ্নঃবাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
ক)২৫
খ)২৬
গ)২৭
ঘ)২৮
10. প্রশ্নঃ'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
ক)জ্ঞাপনপত্র
খ)সর্বসাকল্যে
গ)শব্দার্থপঞ্জি
ঘ)গুদামজাত
10. প্রশ্নঃছড়ার ছন্দকে কী বলে?
ক)স্বরবৃত্ত
খ)মাত্রাবৃত্ত
গ)অক্ষরবৃত্ত
ঘ)গদ্যছন্দ
10. প্রশ্নঃছড়ার ছন্দকে কী বলে?
ক)স্বরবৃত্ত
খ)মাত্রাবৃত্ত
গ)অক্ষরবৃত্ত
ঘ)গদ্যছন্দ
10. প্রশ্নঃইংরেজদের দেওয়ানি লাভের চুক্তি হলো-
ক)কাশিম বাজার চুক্তি
খ)পলাশীর চুক্তি
গ)বক্সার চুক্তি
ঘ)এলাহাবাদ চুক্তি
10. প্রশ্নঃমদিনার আনসার ও মুহাজিরগণ খলিফা নির্বাচন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কোথায় মিলিত হয়েছিলো?
ক)সাকিফা বানু সায়িদা নামক স্থানে
খ)আবিয়ার আল্ মালি
গ)নঈম আল্ মূলক
ঘ)ইমাম স্কয়ার
10. প্রশ্নঃস্পর্শকের ঢাল কি দ্বারা নির্ধারিত হয়?
ক)f(x)
খ)f′(x)
গ)f′′(x)
ঘ)সীমা
10. প্রশ্নঃরবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?
ক)এ-কার মাত্রা যুক্ত বলে
খ)'এ' মাত্রাহীন বর্ণ বলে
গ)'এ' উচ্চারণ বোঝাতে
ঘ)'অ্যা' উচ্চারণ বোঝাতে
10. প্রশ্নঃWhich one below is the most bandwidth-efficient digital modulation?
ক)BPSK
খ)QPSK
গ)FSK
ঘ)16QAM
10. প্রশ্নঃব'দ্বীপ কোথায় গড়ে ওঠে?
ক)নদীতে
খ)সাগরে
গ)নদীর মোহনায়
ঘ)উপকূলে
10. প্রশ্নঃশিক্ষা পদ্ধতির (Pedagogy) মূল উদ্দেশ্য কী?
ক)শুধু প্রযুক্তি ব্যবহার করা
খ)শিক্ষাদানের পদ্ধতি ও কৌশল
গ)শুধুমাত্র ক্লাসরুমের আসবাবপত্র সাজানো
ঘ)শুধু শিক্ষকের বেতন বৃদ্ধি করা
10. প্রশ্নঃসমাজকর্ম পেশার ধর্ম হলো-
ক)সক্ষমকারী ও সাহায্যকারী পেশা
খ)দাতব্য পেশা
গ)পরনির্ভরশীল পেশা
ঘ)যৌগিক পেশা
10. প্রশ্নঃনিগ্রোদের প্রধান আবাস ভূমি কোথায়?
ক)পলিনেশিয়া
খ)আফ্রিকা
গ)এশিয়া
ঘ)আমেরিকা
10. প্রশ্নঃThe action of a monobloc is:
ক)Tongue force is activated
খ)Muscle force exerted on Mandibular
গ)Force is exerted on tooth
ঘ)Mandible moves backward
10. প্রশ্নঃকবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন?
ক)লক্ষ্মণসেন
খ)কৃষ্ণচন্দ্র
গ)হর্ষবর্ধন
ঘ)দ্বিতীয় চন্দ্রগুপ্ত
10. প্রশ্নঃপ্রারম্ভিক মজুদ পণ্য ১,০০০০০ টাকা,সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা, সারা বছরে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত?
ক)৬,০০,০০০ টাকা
খ)৫,৫০,০০০ টাকা
গ)১,৫০,০০০ টাকা
ঘ)৬,৫০,০০০ টাকা
উত্তরঃসঠিক উত্তর অপশনে নেই।
11. প্রশ্নঃবাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)বিষ্ণু দে
গ)সুধীন্দ্রনাথ দত্ত
ঘ)বুদ্ধদেব বসু
11. প্রশ্নঃ'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
ক)ক্ষমার্হ
খ)ক্ষমাপ্রার্থী
গ)ক্ষমা
ঘ)ক্ষমাপ্রদ
11. প্রশ্নঃরূপসী বাংলার কবি-
ক)জসীমউদদীন
খ)জীবনানন্দ দাশ
গ)কালিদাস রায়
ঘ)সত্যেন্দ্রনাথ দত্ত
11. প্রশ্নঃ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
ক)২ অক্টোবর (সকালে)
খ)২ অক্টোবর (মাঝরাতে)
গ)১ অক্টোবর (দুপুরে)
ঘ)৩ অক্টোবর (মাঝরাতে)
11. প্রশ্নঃমৌলিক শব্দ কোনটি?
ক)গোলাপ
খ)শীতল
গ)নেয়ে
ঘ)গৌরব
11. প্রশ্নঃট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
ক)জীবনানুভূতির গভীরতায়
খ)দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
গ)কাহিনীর সরলতা ও জটিলতায়
ঘ)ভাষার প্রকারভেদে
11. প্রশ্নঃ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)মোহাম্মদ আকরম খাঁ
খ)তফাজ্জল হোসেন
গ)নাসিরুদ্দীন
ঘ)সিকানদার আবু জাফর
11. প্রশ্নঃ‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' -প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক)এস ওয়াজেদ আলী
খ)এয়াকুব আলী চৌধুরী
গ)মোঃ লুৎফর রহমান
ঘ)মোঃ ওয়াজেদ আলী
11. প্রশ্নঃ'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ' -বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
ক)সমন্বয়ী
খ)অনন্বয়ী
গ)পদান্বয়ী
ঘ)অনুকার
11. প্রশ্নঃবাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
ক)১৯ শতাংশ
খ)১২ শতাংশ
গ)১৬ শতাংশ
ঘ)৯ শতাংশ
11. প্রশ্নঃ'যা সহজে অতিক্রম করা যায় না' - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক)অনতিক্রম্য
খ)অলঙ্ঘ্য
গ)দুরতিক্রম্য
ঘ)দুর্গম
11. প্রশ্নঃকোনটি অনুজ্ঞা?
ক)তুমি গিয়েছিলে
খ)তুমি যাও
গ)তুমি যাচ্ছিলে
ঘ)তুমি যাচ্ছ
11. প্রশ্নঃবাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক)১৩৬
খ)১৩৭
গ)১৩৮
ঘ)১৪০(২)
11. প্রশ্নঃসমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক)দীর্ঘিকা, নদী, প্রণালী
খ)শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
গ)গাঙ, তটিনী, অর্ণব
ঘ)স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
11. প্রশ্নঃকোনটা ঠিক?
ক)সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ)কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ)বহিপীর (নাটক)
ঘ)মহাশ্মশান (নাটক)
11. প্রশ্নঃI don't think you will have any difficulty ___ a driving license.
ক)to get
খ)in getting
গ)for getting
ঘ)get
11. প্রশ্নঃ'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
ক)নিদাঘ
খ)নশ্বর
গ)নষ্টমান
ঘ)বিনশ্বর
11. প্রশ্নঃফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
ক)১৮০০ সালে
খ)১৮০১ সালে
গ)১৮০২ সালে
ঘ)১৮০৪ সালে
11. প্রশ্নঃকত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের 'জগত্তারিণী' পদক লাভ করেন?
ক)১৯১৬
খ)১৯২৩
গ)১৯৩৩
ঘ)১৯০৩
11. প্রশ্নঃOf the five words below, four are alike in a certain way. Which is the one not like these four?
ক)Bend
খ)Shave
গ)Chop
ঘ)Whittle
ঙ)Shear
11. প্রশ্নঃকলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
ক)১৮১৭ সালে
খ)১৮৩২ সালে
গ)১৮৫২ সালে
ঘ)১৭৫৩ সালে
11. প্রশ্নঃEach question below consists of a word printed in capital letters, followed by five lettered words or phrases. Choose the lettered word or phrase that is most nearly opposite in meaning to the word in capital. (11-14) SYNCHRONOUS :
ক)off-key
খ)out-of-shape
গ)without pity
ঘ)out-of-phase
ঙ)without difficulty
11. প্রশ্নঃকবি আলাওলের জন্মস্থান কোনটি?
ক)ফরিদপুরের সুরেশ্বর
খ)চট্টগ্রামের জোব্রা
গ)বার্মার আরাকান
ঘ)চট্টগ্রামের পটিয়া
11. প্রশ্নঃসাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পড়লেন। তাঁর বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডান দিকে ও একবার বাম দিকে ঘুরেছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোনমুখী ছিল?
ক)পূর্ব
খ)পশ্চিম
গ)উত্তর
ঘ)দক্ষিণ
ঙ).
11. প্রশ্নঃ'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
ক)রূপকথা
খ)ছোটগল্প
গ)গ্রাম্যগীতিকা
ঘ)রূপকথা-উপকথা
11. প্রশ্নঃWater is to Oxygen as salt is to ____
ক)iron
খ)sodium
গ)calcium
ঘ)protein
11. প্রশ্নঃসন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
ক)ব্যঞ্জন ধ্বনি
খ)স্বরধ্বনি
গ)নিপাতনে সিদ্ধ
ঘ)বিসর্গ সন্ধি
11. প্রশ্নঃa0 = কত?
ক)0
খ)1
গ)2
ঘ)3
11. প্রশ্নঃস্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
ক)সালফিউরিক এসিড
খ)নাইট্রিক এসিড
গ)সাইট্রিক এসিড
ঘ)কার্বোলিক এসিড
11. প্রশ্নঃWhat letter in the word 'SUPERFLUOUS' is the same number in the word as it is in the alphabet?
ক)R
খ)F
গ)L
ঘ)U
11. প্রশ্নঃসর্বাপেক্ষা হালকা গ্যাস-
ক)অক্সিজেন
খ)হাইড্রোজেন
গ)র্যাডন
ঘ)নাইট্রোজেন
11. প্রশ্নঃবাংলা বর্ণবিন্যাসে ‘দ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?
ক)৪র্থ লাইনের তৃতীয়
খ)৩য় লাইনের দ্বিতীয়
গ)৪র্থ লাইনের দ্বিতীয়
ঘ)৫ম লাইনের চতুর্থ
11. প্রশ্নঃসৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
ক)পঞ্চতন্ত্র
খ)কালান্তর
গ)প্রবন্ধ সংগ্রহ
ঘ)শাশ্বত বঙ্গ
11. প্রশ্নঃThe white dot moves two places anti-clockwise at each stage and the black dot moves one place clockwise at each stage. After how many stages will they be together in the same corner? |
ক)৪
খ)৩
গ)২
ঘ)১
11. প্রশ্নঃকোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক)যোগ্যতা
খ)আকাঙ্ক্ষা
গ)আসক্তি
ঘ)আসত্তি
11. প্রশ্নঃঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
ক)১৫০°
খ)২২০°
গ)৬০°
ঘ)১২০°
11. প্রশ্নঃ'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক)রবী + ইন্দ্র
খ)রবী + ঈন্দ্র
গ)রবি + ইন্দ্র
ঘ)রবি + ঈন্দ্র
11. প্রশ্নঃ√৮০ + √১২৫ = ?
ক)৯√৫
খ)২০√৫
গ)৪০√৫
ঘ)৬০√৫
11. প্রশ্নঃ'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
ক)কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ)কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ)কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ)কোনটি আচার্যের, আর কোনটি নয়
11. প্রশ্নঃনীচের বাক্যে দাগ দেয়া অংশটি কোন Parts of speech? | Our blessings come form above.
ক)Adjective
খ)Adverb
গ)Verb
ঘ)Noun
11. প্রশ্নঃ'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
ক)হ্+ম
খ)ক্+ষ
গ)ষ্+ম
ঘ)ম্+হ
11. প্রশ্নঃHe died _____ poison.
ক)in
খ)by
গ)with
ঘ)into
11. প্রশ্নঃ'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক)বক্র
খ)গরল
গ)কুটিল
ঘ)জটিল
11. প্রশ্নঃ'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক)বক্র
খ)গরল
গ)কুটিল
ঘ)জটিল
11. প্রশ্নঃ'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বোঝায়-
ক)টিকটিকি
খ)তেলেপোকা
গ)উইপোকা
ঘ)মাকড়সা
11. প্রশ্নঃনিম্নের খালি স্থানে কোনটি বসবে? |
ক)
খ)
গ)
ঘ)
11. প্রশ্নঃব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-
ক)রেফ
খ)হসন্ত
গ)কার
ঘ)ফলা
11. প্রশ্নঃ'Witty'-এর সমার্থক শব্দ কোনটি?
ক)Clever
খ)Dull
গ)Boring
ঘ)Tedious
11. প্রশ্নঃ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
ক)তৎসম
খ)তদ্ভব
গ)ফারসী
ঘ)তুর্কি
11. প্রশ্নঃ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
ক)তৎসম
খ)তদ্ভব
গ)ফারসী
ঘ)তুর্কি
11. প্রশ্নঃ'রুখের তেন্তুলি কুমীরে খাই’--এর অর্থ কী?
11. প্রশ্নঃনিচের বাক্যে কোন Preposition টি সঠিক? | 'Many people suffer ______ sexual dysfunction due to myths.'
ক)with
খ)from
গ)by
ঘ)for
11. প্রশ্নঃমাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
ক)গারো
খ)সাওতাল
গ)মনিপুরি
ঘ)চাকমা
11. প্রশ্নঃ'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?
ক)মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
খ)একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
গ)ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
ঘ)ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
11. প্রশ্নঃ'আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।' - কার লেখা?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)কাজী নজরুল ইসলাম
গ)গোলাম মোস্তফা
ঘ)সত্যেন্দ্রনাথ দত্ত
11. প্রশ্নঃ'আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।' - কার লেখা?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)কাজী নজরুল ইসলাম
গ)গোলাম মোস্তফা
ঘ)সত্যেন্দ্রনাথ দত্ত
11. প্রশ্নঃভলতেয়ার ছিলেন-
ক)ইতিহাসবিদ ও দার্শনিক
খ)বিজ্ঞানী ও দার্শনিক
গ)ইতিহাসবিদ ও ধর্মগুরু
ঘ)ধর্মগুরু
11. প্রশ্নঃআরব সীজার' কোন্ মুসলিম শাসককে আখ্যায়িত করা হয়?
ক)হযরত উমর (রাঃ)
খ)হযরত ওসমান (রাঃ)
গ)হযরত মোয়াবিয়া (রাঃ)
ঘ)হযরত উমর ইবনে আবদুল আজিজ
11. প্রশ্নঃHermite Ploynomial সাধারণত ব্যবহৃত হয়-
ক)Quantum mechanics এ
খ)Fluid mechanics এ
গ)Probability তে
ঘ)সবগুলিতে
11. প্রশ্নঃকোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?
ক)ডাক্তারখানা
খ)হাসপাতাল
গ)আকাশছোঁয়া
ঘ)গুণমান
11. প্রশ্নঃIn modulo-2 operation___________give the same result.
ক)Addition & division
খ)Addition & multiplication
গ)Multiplication & division
ঘ)Subtraction & addition
11. প্রশ্নঃপণ্য বিনিময় প্রথা কোন্ সময়ে শুরু হয়?
ক)মধ্য যুগে
খ)প্রাচীন যুগে
গ)প্রস্তর যুগে
ঘ)আধুনিক যুগে
11. প্রশ্নঃজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান কাজ কী?
ক)পাঠ্যসূচি প্রণয়ন
খ)পাঠপুস্তক প্রণয়ন ও বিতরণ
গ)শিক্ষা জরিপ পরিচালনা
ঘ)বিদ্যালয় স্থাপনে অনুমোদন প্রদান
11. প্রশ্নঃমানব উন্নয়ন সূচক কোন্ তিনটি বিষয়কে নির্দেশ করে?
ক) শিক্ষা, আয় ও জীবন প্রত্যাশা
খ)স্বাস্থ্য, পরিবেশ ও শিক্ষা
গ)শিক্ষা, আয় ও প্রযুক্তি
ঘ)স্বাস্থ্য, পরিবেশ, ও আয়
11. প্রশ্নঃস্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল-
ক)নিশ্চল
খ)উন্নত
গ)গতিশীল
ঘ)অনুন্নত
11. প্রশ্নঃSprue during casting should be located at:
ক)Thickest portion of wax
খ)Thinnest wax part
গ)Wax margin
ঘ)Anywhere
11. প্রশ্নঃদ্রৌপদী যুধিষ্ঠিরকে কোন ধরণের বাক্য প্রয়োগের মাধ্যমে ক্রোধে জাগিয়ে তুলতে চেয়েছিলেন?
ক)ভৎসনামূলক
খ)বিরহাত্বক
গ)বিরুদ্ধাত্মক
ঘ)শান্তনাসূচক
11. প্রশ্নঃপ্রত্যক্ষ কাঁচামাল কেনা হলো প্রথম কোয়ার্টারে ৭০,০০০ টাকা, ২য় কোয়াটারে ৯০,০০০ টাকা, ৪০% সংশ্লিষ্ট কোয়াটার এবং বাকি টাকা পরবর্তী কোয়ার্টারে পরিশোধ করা হয়। ২য় কোয়ার্টারে নগদ পরিশোধিত হবে
ক)৯৬,০০০ টাকা
খ)৯০,০০০ টাকা
গ)৭৮,০০০ টাকা
ঘ)৯২,০০০ টাকা
12. প্রশ্নঃ'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
ক)অগ্রপথিক
খ)বিদ্রোহী
গ)প্রলয়োল্লাস
ঘ)ধূমকেতু
12. প্রশ্নঃ'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
ক)মুহম্মদ আব্দুল হাই
খ)মোঃ বরকতুল্লাহ
গ)ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ)মওলানা আকরম খাঁ
12. প্রশ্নঃবটতলার পুঁথি বলতে বুঝায়-
ক)মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
খ)বটতলা নামক স্থানে রচিত কাব্য
গ)দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
ঘ)অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
12. প্রশ্নঃ'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক)টোকিও
খ)প্যারিস
গ)নিউইয়র্ক
ঘ)ভিয়েনা
12. প্রশ্নঃযার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
ক)ডাকাবুকা
খ)তুলশী বনের বাঘ
গ)তামার বিষ
ঘ)ঢাকের বাঁয়া
12. প্রশ্নঃসাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক)তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
খ)ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ)শব্দের কথা ও লেখা রূপে
ঘ)বাক্যের সরলতা ও জটিলতায়
12. প্রশ্নঃকবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?