Job Solution

Showing 200 results of 8,900
Showing 200 of 8,900

Filter

17. প্রশ্নঃ উদ্বাসন শব্দের অর্থ কী?
ক) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি
গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
ঘ) বিকাশ
17. প্রশ্নঃ উদ্বাসন শব্দের অর্থ কী?
ক) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি
গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
ঘ) বিকাশ
17. প্রশ্নঃ দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপােষকতা লাভ করেন?
ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
খ) কোরেশী মাগন ঠাকুর
গ) সুলতান বরবক শাহ
ঘ) জমিদার নিজাম শাহ
17. প্রশ্নঃ একটি স্থান থেকে দুজন ব্যক্তি বিপরীত দিকে ৪ কিলোমিটার হেঁটে গেল। অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও ৩ কিলোমিটার পথ হেঁটে গেল। এখন দুজনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার?
ক)
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
17. প্রশ্নঃ নিচের কোনটি যৌগিক বাক্য?
ক) দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।
খ) তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।
গ) মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।
ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী।
17. প্রশ্নঃ যদি একটি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পায় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
ক)
খ) ১২
গ) ১৬
ঘ) ১৮
17. প্রশ্নঃ 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
17. প্রশ্নঃ একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ১০০টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ২০টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল?
ক) ১৫
খ) ২৫
গ) ৫০
ঘ) ৪০
17. প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
ক) মানবাধিকার
খ) নারীর ক্ষমতায়ন
গ) শিশু মৃত্যুহার হ্রাস
ঘ) মাতৃ মৃত্যুহার হ্রাস
17. প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-
ক) সংস্কৃত বইয়ের অনুবাদ
খ) ফারসি বইয়ের অনুবাদ
গ) ইংরেজি বইয়ের অনুবাদ
ঘ) পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
17. প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?
ক) 'অনল প্রবাহ'
খ) 'আকাঙ্ক্ষা'
গ) 'উদ্বোধন'
ঘ) 'নব উদ্দীপনা'
17. প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?
ক) 'অনল প্রবাহ'
খ) 'আকাঙ্ক্ষা'
গ) 'উদ্বোধন'
ঘ) 'নব উদ্দীপনা'
17. প্রশ্নঃ বারো ভুঁইয়াদের জনৈক উসমান কোন্ এলাকার জমিদার ছিলেন?
ক) যশোহর
খ) নোয়াখালী
গ) খুলনা
ঘ) ময়মনসিংহ
17. প্রশ্নঃ কুরাইশদের প্রকৃত নাম কী?
ক) আদনান
খ) ফিহির
গ) ওয়ালিদ
ঘ) গালিব
17. প্রশ্নঃ f(X) = ΙXΙ  এ X = 0 বিন্দুতে derivative কোনটি?
ক) 0
খ) 1
গ) - 1
ঘ) অস্তিত্ব নাই
17. প্রশ্নঃ ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?
ক) লেখার ধরনে
খ) উচ্চারনের বিশিষ্টতায়
গ) সংখ্যাগত পরিমানে
ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে
17. প্রশ্নঃ The relation between α, ß in the transistor is:
ক)  ß  = α/(1+ α)
খ)  ß  = 1- α
গ) α =  ß2
ঘ)  ß  = α/(1 - α)
17. প্রশ্নঃ মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে?
ক) ইউলিয়াম মরিস ডেভিস্
খ) জর্জ বার্নাড শো
গ) আলফ্রেড ওয়েগনার
ঘ) জি হ্যাকল
17. প্রশ্নঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার?
ক) শুধুমাত্র সরকারের
খ) শুধুমাত্র সমাজের
গ) শিক্ষার্থী ও অবিভাবকদের
ঘ) যোগ্য ও দক্ষ শিক্ষকদের
17. প্রশ্নঃ সমস্যাগ্রস্থ ব্যক্তির অন্তর্নিহিত শক্তি বলতে বুঝানো হয়-
ক) ব্যক্তির মূল্যবোধের বিকাশ
খ) ব্যক্তির সততার বিকাশ
গ) ব্যক্তির পারিপার্শ্বিক বিকাশ
ঘ) ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ
17. প্রশ্নঃ মার্ক্স কোন সমাজকে শ্রেণীহীন ও শোষণহীন বলেছেন?
ক) সামন্ত সমাজ
খ) পুঁজিবাদী সমাজ
গ) সমাজতান্ত্রিক সমাজ
ঘ) সাম্যবাদী সমাজ
17. প্রশ্নঃ Condensation pressure for amalgam should be:
ক) 1-4 lbs
খ) 4-8 lbs
গ) 8-12 lbs
ঘ) 12-16 lbs
17. প্রশ্নঃ শ্রীগীতা কোন ধরণের শাস্ত্র?
ক) স্মৃতিশাস্ত্র
খ) ধর্মশাস্ত্র
গ) দর্শনশাস্ত্র
ঘ) নীতিশাস্ত্র
17. প্রশ্নঃ একই উৎপাদন প্রক্রিয়া থেকে একাধিক পণ্য উৎপাদিত হলে তাদের কি Product বলা হয়
ক) By
খ) Join
গ) Co
ঘ) Scrap
18. প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক) কেশব চন্দ্র সেন
খ) গিরিশচন্দ্র সেন
গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
ঘ) মওলানা আকরাম খাঁ
18. প্রশ্নঃ What is the synonym of 'Incite'?
ক) Instigate
খ) Permit
গ) Urge
ঘ) Deceive
18. প্রশ্নঃ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
ক) ইউসুফ জুলেখা
খ) রসুল বিজয়
গ) নূরনামা
ঘ) শবে মেরাজ
18. প্রশ্নঃ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
ক) UNDP
খ) DTCD
গ) UNFPA
ঘ) UNEP
18. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ক)  ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
খ) বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
গ) প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
ঘ) ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
18. প্রশ্নঃ 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ-
ক) শৈত্য
খ) শীতল
গ) উত্তাপ
ঘ) হিম
18. প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
ক) হাসান হাফিজুর রহমান
খ) বেগম সুফিয়া কামাল
গ) মুনীর চৌধুরী
ঘ) আবুল বরকত
18. প্রশ্নঃ 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ
18. প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক) সমীচীন
খ) সমিচীন
গ) সমীচিন
ঘ) সমিচিন
18. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
ক) গরু
খ) ছাগল
গ) গয়াল
ঘ) রয়েল বেঙ্গল টাইগার
18. প্রশ্নঃ 'সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) বিনয় ঘোষ
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) রাধারমণ মিত্র
18. প্রশ্নঃ কোনটি কাব্যগ্রন্থ?
ক) কবিতা
খ) কাব্য পরিক্রমা
গ) কয়েকটি কবিতা
ঘ) বাঙলার কাব্য
18. প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
ক) ১৫টি
খ) ১৭টি
গ) ১৪টি
ঘ) ১২টি
18. প্রশ্নঃ প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
ক) অশোক মুখোপাধ্যায়
খ) জগন্নাত চক্রবর্তী
গ) মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ) মুহম্মদ শহীদুল্লাহ
18. প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
ক) অব্যয় ও শব্দাংশ
খ) নতুন শব্দ গঠনে
গ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
18. প্রশ্নঃ Viable
ক) possible
খ) that can be done
গ) capable
ঘ) that will work
18. প্রশ্নঃ বাংলা ছন্দ কত রকমের?
ক) এক রকমের
খ) দু রকমের
গ) তিন রকমের
ঘ) চার রকমের
18. প্রশ্নঃ 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
ক) নাটক
খ) কাব্য
গ) আত্মজৈবনিক উপন্যাস
ঘ) গীতি কবিতার সংকলন
18. প্রশ্নঃ 'আমি কিংবদন্তীর কথা বলছি'-এর রচয়িতা কে?
ক) সিকান্‌দার আবু জাফর
খ) আবু জাফর ওবায়দুল্লাহ
গ) ফররুখ আহমদ
ঘ) আহসান হাবীব
18. প্রশ্নঃ ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বেরুনোর সময় সূর্য আপনার সামনে। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
18. প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) শঙ্খনীল কারাগার
খ) কাঁটাতারে প্রজাপতি
গ) জাহান্নম হইতে বিদায়
ঘ) আর্তনাদ
18. প্রশ্নঃ MELLIFLUOUS :
ক) porous
খ) honey-combed
গ) strong
ঘ) smooth
ঙ) viscous
18. প্রশ্নঃ বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫৫ খ্রি.
খ) ১৩৫৫ বঙ্গাব্দ
গ) ১৯৫২ খ্রি.
ঘ) ১৩৫২ বঙ্গাব্দ
18. প্রশ্নঃ নিম্নের ৫টি চিত্রের মধ্যে ১টি চিত্র ভিন্ন ধরনের। কোনটি?
ক) width=81
খ) width=59
গ) width=80
ঘ) width=80
18. প্রশ্নঃ 'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক) সহ + চর + র্য
খ) সহচর + ৎ ফলা
গ) সহচর + য
ঘ) কোনটিই নয়
18. প্রশ্নঃ যদি TALE = LATE হয়, তবে CAFE =?
ক) FACE
খ) CAEF
গ) EAFC
ঘ) AEFC
18. প্রশ্নঃ সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক)
খ)
গ)
ঘ)
18. প্রশ্নঃ ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে, ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?
ক)
খ)
গ)
ঘ) ২১
18. প্রশ্নঃ x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
ক) x + y + 1
খ) xy
গ) xy + 2
ঘ) x + y
18. প্রশ্নঃ One does not know whether one will pass the examination until one has _______
ক) Studied
খ) failed
গ) appeared
ঘ) prepared
18. প্রশ্নঃ ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান-
ক) ১৯৫৬ সালে
খ) ১৯৬১ সালে
গ) ১৯৬৪ সালে
ঘ) ১৯৬৯ সালে
18. প্রশ্নঃ সৈয়দপুরের সাথে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সাথে তেমনইভাবে কোনটি সম্পর্কিত?
ক) বিভাগীয় শহর
খ) শিপইয়ার্ড
গ) সমুদ্র বন্দর
ঘ) নদী বন্দর
18. প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) ক্রীতদাসের হাসি
খ) মাটি আর অশ্রু
গ) হাঙর নদী গ্রেনেড
ঘ) সারেং বউ
18. প্রশ্নঃ Karim was angry ____ his conduct.
ক) with
খ) by
গ) at
ঘ) for
18. প্রশ্নঃ তাম্বুল রাতুল হইল অধর পরশে।” - অর্থ কী? ঠোঁটের পরশে পান লাল হল পানের পরশে ঠোঁট লাল হল অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল 1 বাংলা সাহিত্য ৩৫তম বিসিএস
19 হপ্তপয়কর" কার রচনা?
ক) সৈয়দ আলাওল
খ) জৈনুদ্দিন
গ) দীনবন্ধু মিত্র
ঘ) অমিয় দেব
18. প্রশ্নঃ নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে? |
ক) ১৭টি
খ) ১৯টি
গ) ২০টি
ঘ) ২১টি
18. প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
ক) শ্রীচৈতন্যদেব
খ) শ্রীকৃষ্ণ
গ) আদিনাথ
ঘ) মনোহর দাশ
18. প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? |  
ক) ১২
খ) ১৪
গ) ১৬
ঘ) ২০
18. প্রশ্নঃ মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
ক) মীর মশাররফ হোসেনের
খ) ইসমাইল হোসেন সিরাজীর
গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ) কাজী নজরুল ইসলামের
18. প্রশ্নঃ কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
ক) ৯০ জন
খ) ১৫ জন
গ) ৬০ জন
ঘ) ৩০ জন
18. প্রশ্নঃ দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
ক) ফরিদপুর
খ) সিলেট
গ) কৃষ্ণনগর
ঘ) চট্টগ্রাম
18. প্রশ্নঃ What is the antonym of 'Abundant'?
ক) Scarce
খ) Rape
গ) Disabundant
ঘ) Old
18. প্রশ্নঃ 'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
ক) ভাতি
খ) অনল
গ) অংশ
ঘ) জ্যোতি
18. প্রশ্নঃ 'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
ক) ভাতি
খ) অনল
গ) অংশ
ঘ) জ্যোতি
18. প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
18. প্রশ্নঃ নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে? | T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
ক) B
খ) 21
গ) A
ঘ) 24
18. প্রশ্নঃ ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
ক) অকাজ
খ) আবছায়া
গ) আলুনি
ঘ) নিখুঁত
18. প্রশ্নঃ আয়নায় ‘INFORMATION' - এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
ক)
খ)
গ)
ঘ)
18. প্রশ্নঃ “যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
ক) ন্যায়বাগীশ
খ) নৈয়ায়িক
গ) ন্যায়পাল
ঘ) ন্যায়ঋদ্ধ
18. প্রশ্নঃ “যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
ক) ন্যায়বাগীশ
খ) নৈয়ায়িক
গ) ন্যায়পাল
ঘ) ন্যায়ঋদ্ধ
18. প্রশ্নঃ চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) উড়িষ্যা
ঘ) ভুটান
18. প্রশ্নঃ শিহাব, মাসুদ, রেজা, সুজন, মুর্শেদ ও হারুন একটি অনুষ্ঠানে গোল টেবিলে বসে আছে। মাসুদ বসেছে হারুন ও রেজার মাঝখানে এবং শিহাব বসেছে মুর্শেদ ও সুজনের মাঝখানে। হারুন বসে আছে সুজনের বামে। তাহলে শিহাব ও হারুনের মাঝখানে কে বসে আছে?
ক) সুজন
খ) মাসুদ
গ) মুর্শেদ
ঘ) রেজা
18. প্রশ্নঃ চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী' কার স্ত্রী?
ক) জগন্নাথ
খ) বিষ্ণু
গ) প্রজাপতি
ঘ) শিব
18. প্রশ্নঃ যদি ইংরেজি বর্ণমালা হতে M বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে বর্ণমালার মাঝের বর্ণটি কী হবে?
ক) O
খ) P
গ) N
ঘ) Q
18. প্রশ্নঃ কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
18. প্রশ্নঃ ৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?
ক) ৪ টা বেজে ৫৫ মিনিট
খ) ৫ টা বেজে ৫৫ মিনিট
গ) ৪ টা বেজে ৫০ মিনিট
ঘ) ৫ টা বেজে ৪০ মিনিট
18. প্রশ্নঃ বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
ক) ২০৩১
খ) ২০৩৫
গ) ২০৪১
ঘ) ২০৪৫
18. প্রশ্নঃ সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?
ক) বাংলা কাব্য
খ) দিবারাত্রির কাব্য
গ) শেষের কবিতা
ঘ) নদী ও নারী
18. প্রশ্নঃ কোন বানানটি প্রমিত?
ক) পশ্চাদপদ
খ) পশ্চাৎগামী
গ) পশ্চাদ্‌ভূমি
ঘ) পশ্চাৎবর্তী
18. প্রশ্নঃ কোন বানানটি প্রমিত?
ক) পশ্চাদপদ
খ) পশ্চাৎগামী
গ) পশ্চাদ্‌ভূমি
ঘ) পশ্চাৎবর্তী
18. প্রশ্নঃ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়-
ক) ১২ অক্টোবর, ১৯৪৫
খ) ১৮ অক্টোবর, ১৯৪৫
গ) ২৪ অক্টোবর, ১৯৪৫
ঘ) ২৮ অক্টোবর, ১৯৪৫
18. প্রশ্নঃ কোন্ খলিফার শাসনামলে কুরআন সংকলিত হয়?
ক) হযরত আবু বকর (রাঃ)
খ) হযরত উমর (রাঃ)
গ) হযরত ওসমান (রাঃ)
ঘ) হযরত আলী (রাঃ)
18. প্রশ্নঃ নিচের কোনটি Beta function এর জন্য সঠিক নয়?
ক) B(1, 1) = 1
খ) B(n, 1) = 1/n
গ) B(m, n)= Γm Γn
ঘ)
18. প্রশ্নঃ চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) রাজেন্দ্রলাল মিত্র
ঘ) সুকুমার সেন
18. প্রশ্নঃ Which mode in 8285 PPI allows handshake l/O?
ক) Mode-0
খ)  Mode-1
গ) Mode-2
ঘ) None of the above
18. প্রশ্নঃ ব্রাজিল কোন্ দেশের উপ-নিবেশ ছিল?
ক) ফ্রান্স
খ) বৃটেন
গ) জার্মানী
ঘ) পর্তুগাল
18. প্রশ্নঃ প্রাথমিক শিক্ষায় উন্নয়নে বাংলাদেশ সরকারের সর্বপ্রথম বলিষ্ঠ পদক্ষেপ কোনটি?
ক) প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামুলক করা
খ) প্রাথমিক শিক্ষাতে জাতীয়করণ করা
গ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা
ঘ) প্রাথমিক শিক্ষায় বৃত্তি প্রদানের ব্যবস্থা করা
18. প্রশ্নঃ কোন ব্যক্তিকে মাদার অব প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক(Mother of Professional Social Work) বলা হয়?
ক) W.A Friedlander
খ)  P.B Hobhouse
গ) Mary Ellen Richmond
ঘ) Cavan
18. প্রশ্নঃ ২০২৪ সালের বিবিএস তথ্যানুযায়ী বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু কত বছর?
ক) ৭০.২
খ) ৭৩.২
গ) ৭২
ঘ) ৭২.৩
18. প্রশ্নঃ Feature of class II, div I malocclusion:
ক) Convex profile
খ) Incompetent lip
গ) Hypoactive mentalis
ঘ) Competent lip
18. প্রশ্নঃ মেঘদূতম কাব্যের উৎস কোনটি?
ক) মহাভারত
খ) রামায়ণ
গ) পুরাণ
ঘ) ঋগ্বেদ
18. প্রশ্নঃ Perpetual পদ্ধতিতে কাঁচামাল ক্রয়ের খরচ
ক) কাঁচামাল ক্রয় হিসাব ডেবিট
খ) কাঁচামাল মজুত হিসাব ডেবিট
গ) ক্রয় হিসাব ডেবিট
ঘ) চলমান কার্য হিসাব ডেবিট
19. প্রশ্নঃ Choose the correct alternative to complete the sentence? 'He _____ to see us if he had been able to.'
ক) would come
খ) would have come
গ) may have come
ঘ) may come
19. প্রশ্নঃ What is the antonym of 'Honorary'?
ক) Official
খ) Honorable
গ) Salaried
ঘ) Literary
19. প্রশ্নঃ বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
ক) চাকু, চাকর
খ) খদ্দর, হরতাল
গ) চা, চিনি
ঘ) রিকশা, রেস্তোঁরা
19. প্রশ্নঃ ২০২৩ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
ক) মাইকেল চ্যাং
খ) জিন ফিলিপস
গ) মাইকেল স্টিচ
ঘ) কার্লোস আলকারাজ
19. প্রশ্নঃ জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক) সমাজ
খ) পানি
গ) মিছিল
ঘ) নদী
19. প্রশ্নঃ 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-
ক) ইচ্ছাময়
খ) ঐচ্ছিক
গ) ইচ্ছুক
ঘ) অনিচ্ছা
19. প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
ক) বিষবৃক্ষ
খ) গণদেবতা
গ) আরণ্যক
ঘ) ঘরে বাইরে
19. প্রশ্নঃ 'হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির-
ক) মিশ্র
খ) জটিল
গ) যৌগিক
ঘ) সরল
19. প্রশ্নঃ কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক) শেষের কবিতা
খ) দোলন-চাঁপা
গ) সোনার তরী
ঘ) মানসী
19. প্রশ্নঃ [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন।] রপ্তানি আয়ে বর্তমানে প্রাণিসম্পদের অবদান কত?
ক) ৮ ভাগ
খ) ১০ ভাগ
গ) ১২ ভাগ
ঘ) ১৩ ভাগ
19. প্রশ্নঃ কাক ভূষণ্ডির অর্থ কি?
ক) ষড়যন্ত্রকারী
খ) বাকসর্বস্ব
গ) দীর্ঘ প্রতীক্ষমাণ
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
19. প্রশ্নঃ কোনটি নাটক?
ক) কর্তার ইচ্ছায় কর্ম
খ) গড্ডলিকা
গ) পল্লীসমাজ
ঘ) সাজাহান
19. প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৯০৫ সালে
খ) ১৯১১ সালে
গ) ১৯৩৫ সালে
ঘ) ১৯২১ সালে
19. প্রশ্নঃ 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
ক) তীরে পৌছার ঝক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
19. প্রশ্নঃ 'তুমি এতক্ষণ কী করেছ?'- এই বাক্যে 'কী' কোন পদ?
ক) কবিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া
19. প্রশ্নঃ Handy
ক) comfortable
খ) useful
গ) convenient to handle or use
ঘ) necessary
19. প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক) দন্দ
খ) দ্বন্দ
গ) দ্বন্দ্ব
ঘ) দন্ব
19. প্রশ্নঃ 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে 'তাপসমালা' কে রচনা করেন?
ক) মুন্সী আব্দুল লতিফ
খ) কাজী আকরাম হোসেন
গ) গিরিশচন্দ্র সেন
ঘ) শেখ আব্দুল জব্বার
19. প্রশ্নঃ 'জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি' সহ্য করতে পারতেন না-
ক) বঙ্কিমচন্দ্র
খ) সৈয়দ মুজতবা আলী
গ) প্রমথ চৌধুরী
ঘ) প্রমথনাথ বিশী
19. প্রশ্নঃ A is West of B and B is North of C. D is South of A. Which direction is D of C?
ক) North
খ) South
গ) East
ঘ) West
19. প্রশ্নঃ শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক) বনী আদম
খ) জননী
গ) চৌরসন্ধি
ঘ) ক্রীতদাসের হাসি
19. প্রশ্নঃ A dresser drawer contains 15 garments. If 40 percent of those garments are blouses, how many are not blouses?
ক) 6
খ) 8
গ) 9
ঘ) 1
ঙ) 12
19. প্রশ্নঃ সনেট কবিতার প্রবর্তক কে?
ক) দ্বিজেন্দ্র লাল রায়
খ) রজনীকান্ত সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) অতুলপ্রসাদ সেন
19. প্রশ্নঃ নিম্নের চিত্রের বামপাশের চিত্রটি ডানপাশের চিত্রগুলোর একটির মধ্যে সম্পূর্ণ লুকানো আছে। লিখতে হবে, কোনটি?
ক) width=100
খ) width=102
গ) width=99
ঘ) width=138
19. প্রশ্নঃ 'পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন-
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) সৈয়দ শামসুল হক
গ) শামসুর রাহমান
ঘ) সেলিম আলদীন
19. প্রশ্নঃ একটি সংকেত পদ্ধতিতে VACATE কে লেখা হয় AVACET, তা হলে LITERATE কে কি লেখা হবে?
ক) ILETRAET
খ) ILTEARTE
গ) ILETARET
ঘ) ILTREATE
19. প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
ক) সঞ্জীব চৌধুরী
খ) বাপ্পা মজুমদার
গ) শাহ্‌ আবদুল করিম
ঘ) দাশরথি রায়
19. প্রশ্নঃ সুয়েজখাল ৭৪ বছর পর কোন সালে মিশরের দখলে আসে?
ক) ১৯০৪
খ) ১৯০৬
গ) ১৯১২
ঘ) ১৯১৪
19. প্রশ্নঃ ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক) ৯৮ ব. সে.মি.
খ) ৪৯ ব. সে.মি.
গ) ১৯৬ ব. সে.মি.
ঘ) ১৪৬ ব. সে.মি.
19. প্রশ্নঃ প্রকৃত শিক্ষাই মানুষকে _____ অর্জনে সহায়তা করে।
ক) জ্ঞান
খ) বাস্তবতা
গ) কর্মদক্ষতা
ঘ) মনুষ্যত্ব
19. প্রশ্নঃ গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্রে
গ) ফ্রান্সে
ঘ) জার্মানিতে
19. প্রশ্নঃ 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?
ক) destination
খ) notation
গ) institution
ঘ) detain
19. প্রশ্নঃ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।' এ গানের প্রথম সুরকার কে?
ক) আবদুল গাফফার চৌধুরী
খ) আসাদ চৌধুরী
গ) আলতাফ মাহমুদ
ঘ) আবদুল লতিফ
19. প্রশ্নঃ If a : b = 3 : 5 and a : c = 5 : 7, what is the value of b : c?
ক) 3:07
খ) 21:35
গ) 21:25
ঘ) 25:21:00
19. প্রশ্নঃ নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে? |
ক) ২ ও ৪
খ) ৪ ও ৫
গ) ২ ও ৫
ঘ) ৫ ও ৩
19. প্রশ্নঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) কবর
খ) চিঠি
গ) রক্তাক্ত প্রান্তর
ঘ) মুখরা রমণী বশীকরণ
19. প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? |
ক)
খ) ১০
গ) ১২
ঘ) ১৬
19. প্রশ্নঃ হপ্তপয়কর কার রচনা?
ক) সৈয়দ আলাওল
খ) জৈনুদ্দিন
গ) দীনবন্ধু মিত্র
ঘ) অমিয় দেব
19. প্রশ্নঃ বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
ক) তৃতীয় বর্ণ
খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
19. প্রশ্নঃ নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? | ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?
ক) ২৩
খ) ২৫
গ) ২৭
ঘ) ২৯
19. প্রশ্নঃ 'চন্দ্রাবতী' কী?
ক) নাটক
খ) কাব্য
গ) পদাবলী
ঘ) পালাগান
19. প্রশ্নঃ What is the antonym of 'Approached'?
ক) Disapproached
খ) Antiapproached
গ) Misapproached
ঘ) Departed
19. প্রশ্নঃ কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
ক) আনন
খ) আষাঢ়
গ) আঘাটা
ঘ) আয়না
19. প্রশ্নঃ কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
ক) আনন
খ) আষাঢ়
গ) আঘাটা
ঘ) আয়না
19. প্রশ্নঃ 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি' -চরণ দুটির রচয়িতা কে?
ক) চণ্ডীচরণ মুনশী
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মদনমোহন তর্কালঙ্কার
19. প্রশ্নঃ রহিম সোজা ২ কিলোমিটার যাবার পর বামদিকে ৩ কিলোমিটার এবং তারপর আবার বাম দিকে ২ দুই কিলোমিটার গেল। এখান থেকে প্রথম স্থানের দূরত্ব কত হবে?
ক) ২ কি. মি.
খ) ৩ কি. মি.
গ) ৪ কি. মি.
ঘ) ৫ কি. মি.
19. প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
খ) রাজশেখর বসু
গ) হরিচরণ দে
ঘ) অশোক মুখোপাধ্যায়
19. প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি উপযুক্ত? |
ক) ১১
খ) ২৩
গ) ৬৯
ঘ) ৪৩
19. প্রশ্নঃ আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
ক) দ্বিরুক্ত শব্দ
খ) সার্থক শব্দ
গ) যুগ্মশব্দ
ঘ) শব্দদ্বিত্ব
19. প্রশ্নঃ আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
ক) দ্বিরুক্ত শব্দ
খ) সার্থক শব্দ
গ) যুগ্মশব্দ
ঘ) শব্দদ্বিত্ব
19. প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) কাঁদো নদী কাঁদো
খ) নেকড়ে অরণ্যে
গ) রাঙা প্রভাত
ঘ) প্রদোষে প্রাকৃতজন
19. প্রশ্নঃ পূর্বদিকে ৭ কিলোমিটার হাঁটার পর রাজীব বামদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটলো। তারপর আবার বামদিকে ঘুরে ৪ কিলোমিটার হাঁটলো। সবশেষে সে কোন দিকে হাঁটছিল?
ক) উত্তর
খ) পশ্চিম
গ) পূর্ব
ঘ) দক্ষিণ
19. প্রশ্নঃ 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক) নেপালের রাজদরবার থেকে
খ) গোয়ালঘর থেকে
গ) পাঠশালা থেকে
ঘ) কান্তজীর মন্দির থেকে
19. প্রশ্নঃ হ, রু, নি, সা - এর সঙ্গে কোন বর্ণ যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
ক)
খ)
গ)
ঘ)
19. প্রশ্নঃ নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
ক) দৌলত উজির বাহরাম খাঁ
খ) সাবিরিদ খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
19. প্রশ্নঃ একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
ক) ১০০
খ) ১২৫
গ) ২৭৫
ঘ) ৩০০
19. প্রশ্নঃ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) জার্মানী
ঘ) স্পেন
19. প্রশ্নঃ 'বিরাট গরু-ছাগলের হাট' - ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?
ক) বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে
খ) বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
গ) বিশেষণের অবস্থান যে-কোনো জায়গায় হতে পারে
ঘ) বহুল ব্যবহারে প্রয়োগ-অশুদ্ধতা হারিয়েছে
19. প্রশ্নঃ 'অন্তর্ভুক্তিমুলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
ক)
খ)
গ)
ঘ)
19. প্রশ্নঃ 'অন্তর্ভুক্তিমুলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
ক)
খ)
গ)
ঘ)
19. প্রশ্নঃ প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
ক) অক্টোবর, ১৯৪৭
খ) মার্চ, ১৯৪৮
গ) জানুয়ারী, ১৯৫২
ঘ) জানুয়ারী, ১৯৫১
19. প্রশ্নঃ মুসলিমদের সিন্দু বিজয়ের পূর্বে সেখানকার হিন্দু রাজার নাম কি ছিল?
ক) রাজা চাণক্য
খ) রাজা বীরবল
গ) রাজা দাহির
ঘ) রাজা প্রতাপাদিত্য
19. প্রশ্নঃ f(x) = x3 - 3x2 + 2 ফাংশনের কোন বিন্দুতে local maxima বা minima আছে?
ক) x = 1
খ) x = 2
গ) x = 0
ঘ) x = 3
19. প্রশ্নঃ 'স্বাধীন' শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) স্বীয়-এর অধীন
খ) সত্ত্বার অধীন
গ) স্ব-এর অধীন
ঘ) স্বত্তের-অধীন
19. প্রশ্নঃ Which of the following is used to transfer an instruction from 8086 to 8087?
ক) INT 3
খ) JMP
গ) LOCK
ঘ) ESC
19. প্রশ্নঃ কোল কি?
ক) দুটি উচ্চচাপ অথবা দুটি নিম্নচাপের মধ্যবর্তী সমচাপ রেখা
খ) সমতাপ রেখা
গ) ২3(১/২)° উত্তর অক্ষাংশ
ঘ) ২৩(১/২)° দক্ষিন অক্ষাংশ
19. প্রশ্নঃ বাংলাদেশের শিক্ষা প্রশাসন পরিচালনার নির্বাহী দায়িত্ব পালনকারীর পদবী কী?
ক) উপদেষ্টা
খ) শিক্ষা সচিব
গ) শিক্ষামন্ত্রী
ঘ) মহাপরিচালক
19. প্রশ্নঃ বেগম রোকেয়া কেন বিখ্যাত?
ক) নারী উন্নয়নের জন্য
খ) নারী জাগরণের জন্য
গ) বই লেখার জন্য
ঘ) পুরুষ-বিদ্বেষের জন্য
19. প্রশ্নঃ 'প্রগতি হচ্ছে মানবীয় সুখের পরিমান বৃদ্ধি'- কে বলেছেন?
ক) এলউইড
খ) ওয়ার্ড
গ) ফ্রেজার
ঘ) ম্যালথাস
19. প্রশ্নঃ Composite cement retention is achieved by:
ক) Micromechanical bonding
খ) Groove
গ) Pin
ঘ) Locus
19. প্রশ্নঃ শকুন্তলা নাটকে শকুন্ত শব্দের অর্থ কি?
ক) পাখি
খ) শৃগাল
গ) শকুনপাখি
ঘ) কুন্তল
19. প্রশ্নঃ 'Deposit in Transit' ব্যাংক সমন্বয় বিবরণীতে-
ক) ব্যাংক ব্যালেন্সের যোগ করতে হয়
খ) ব্যাংক ব্যালেন্স থেকে বিয়োগ করতে হয়
গ) নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ করতে হয়
ঘ) নগদান বইয়ের ব্যালেন্স থেকে বিয়োগ করতে হয়
20. প্রশ্নঃ Choose the appropriate alternative to complete the sentence. He had a _____ of fever.'
ক) strong attack
খ) severe attack
গ) serious kind
ঘ) bad attack
20. প্রশ্নঃ What is the verb of the word 'Ability'?
ক) Ableness
খ) Able
গ) Ably
ঘ) Enable
20. প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ক) ভাষাতত্ত্ববিদ
খ) সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ) ইসলাম প্রচারক
ঘ) সমাজ সংস্কারক
20. প্রশ্নঃ কোন দেশটি 'আসিয়ান' (ASEAN) জোটভুক্ত নয়?
ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) দক্ষিণ কোরিয়া
20. প্রশ্নঃ কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
ক) প্রমথনাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রমথ নাথ বসু
20. প্রশ্নঃ কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক) সে বই পড়ছে
খ) সে গভীর চিন্তায় মগ্ন
গ) সে ঘুমিয়ে আছে
ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
20. প্রশ্নঃ The antonym of ‘indifference’ is -
ক) Ardour
খ) Compassion
গ) Anxiety
ঘ) Concern
20. প্রশ্নঃ 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) নির্মলেন্দু গুণ
20. প্রশ্নঃ কাজী ইমদাদুল হক-এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
ক) চাষী জীবনের করুণ চিত্র
খ) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ) মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
20. প্রশ্নঃ [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন।] দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
20. প্রশ্নঃ নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়
20. প্রশ্নঃ 'আবোল-তাবোল' কার লেখা?
ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ) সুকুমার রায়
ঘ) সত্যজিৎ রায়
20. প্রশ্নঃ সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক) ১৮১৯ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৮৩৯ সালে
ঘ) ১৯৪৯ সালে
20. প্রশ্নঃ যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) নিত্য সমাস
20. প্রশ্নঃ আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' | -এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক) কর্তৃকারকে সপ্তমী
খ) কর্মকারকে সপ্তমী
গ) অপাদান কারকে তৃতীয়া
ঘ) অধিকরণ কারকে সপ্তমী
20. প্রশ্নঃ Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. | ২০) Conscious ... Careless.
ক) Careful ... Indifferent
খ) Graceful ... Ugly
গ) Generous ... Unkind
ঘ) Well-informed ... Knowing little
20. প্রশ্নঃ 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-
ক) অন্ত্যমিল আছে
খ) অন্ত্যমিল নেই
গ) চরণের প্রথমে মিল থাকে
ঘ) বিশ মাত্রার পর্ব থাকে
20. প্রশ্নঃ কোন নাটকটি সেলিম আল দীনের?
ক) মুনতাসীর ফ্যান্টাসী
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
গ) কবর
ঘ) বহুব্রীহি
20. প্রশ্নঃ 'এ মাটি সোনার বাড়া'-এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক) বিশেষণের অতিশায়ন
খ) রূপবাচক বিশেষণ
গ) উপাদান বাচক বিশেষণ
ঘ) বিধেয় বিশেষণ
20. প্রশ্নঃ Which of the three figures in the second line fits at the questions mark in the first line? Fill in the circle in your answer sheet at the proper place. | width=445
ক)  width=62
খ)  width=166
গ)  width=157
ঘ)  width=48
20. প্রশ্নঃ 'উপরোধ' শব্দের অর্থ কী?
ক) প্রতিরোধ
খ) উপস্থাপন
গ) অনুরোধ
ঘ) উপযোগী
20. প্রশ্নঃ 1 + (1/2) + (1/3) + (1/4) + (1/5) =
ক) (32/25)
খ) (117/60)
গ) (52/25)
ঘ) (109/50)
ঙ) (137/60)
20. প্রশ্নঃ সমাস ভাষাকে কী করে?
ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) অর্থপূর্ণ করে
ঘ) অর্থের রূপান্তর ঘটায়
20. প্রশ্নঃ নিম্নে ৫টি চিত্র রয়েছে। এর একটি অন্য ৪টি হতে কোন না কোনভাবে ভিন্ন প্রকৃতির। কোনটি ভিন্ন প্রকৃতির?
ক) width=102
খ) width=94
গ) width=100
ঘ) width=95
20. প্রশ্নঃ 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) মুন্সী মেহেরুল্লাহ
খ) সঞ্জয় ভট্টাচার্য
গ) কামিনী রায়
ঘ) মোজাম্মেল হক
20. প্রশ্নঃ নিচের কোন শব্দটি উৎপত্তিস্থল হিসেবে আলাদা?
ক) পিঁয়াজ
খ) টমেটো
গ) আলু
ঘ) গাজর
20. প্রশ্নঃ অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
ক) ১৯৯৭
খ) ১৯৯৮
গ) ১৯৯৯
ঘ) ২০০০
20. প্রশ্নঃ কোরিয়ার যুদ্ধের সমাপ্তি কোন সালে?
ক) ১৯৫০
খ) ১৯৫২
গ) ১৯৬০
ঘ) ১৯৬২
20. প্রশ্নঃ কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
ক) ১৮০°
খ) ১৫০°
গ) ২৭০°
ঘ) ৩৬০°
20. প্রশ্নঃ Choose suitable word to fill in the blank space. | Belief, concept and opinion may be ______ from individual to individual.
ক) combination
খ) different
গ) dissimilar
ঘ) mixed
20. প্রশ্নঃ তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ২৮ বছর
ঘ) ৩২ বছর
20. প্রশ্নঃ নিচের চিত্রে যথাক্রমে কতটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে? | /
ক) ২ ও ৪
খ) ৪ ও ৫
গ) ২ ও ৫
ঘ) ৫ ও ৩